১ম-৭ম আসমান ও আল্লাহর আরশ দেখতে কেমন?

আইডিয়া: সংগৃহিত

ছবি সংগ্রহ: সজল আহমেদ




পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। 



পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। 



ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। 



প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি। 

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। 



পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11. 

সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। 

 মিনিটে চলে   ৬৬০ কিঃ মিঃ বেগে 

ঘন্টায় চলে  ৩৯ হাজার কিঃমিঃ বেগে। 

যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে  চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে। 

সুপারনোভা 


গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়

অতিনবতারা ([Supernova সুপারনোভা]


১ম আকাশের মহাশুন্য। 

আমাদের মহাশূন্য

নাসার ২৪ ঘন্টা লাইভে আমাদের মহাশূন্যঃ

তারপর ১ম আকাশ।

১ম আসমান (আমাদের আসমান, আমাদের চোখে,)


তারপর ২য় আকাশের মহাশুন্য

তারপর ২য় আকাশ। 

২য় আসমান (কাল্পনিক) 


তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ। 

৩য় আসমান কাল্পনিক 


তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

৪র্থ আসমান (কাল্পনিক) 


তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ। 

৫ম আসমান (কাল্পনিক) 

 ৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে। 

গাছটির নাম সিদরাতুলমুনতাহা। 

৬ষ্ঠ আসমান (কাল্পনিক) 

সিদরাতুলমুনতাহা (কাল্পনিক) 

সিদরাতুলমুনতাহা (কাল্পনিক)

সিদরাতুলমুনতাহা (কাল্পনিক)


বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা  যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।           


৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।

কাল্পনিক 

আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। 

 আল্লাহর সিংহাসন কত বড়?

 আল্লাহর  সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। 

আল্লাহু আকবর। 

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

১ম-৭ম আসমান ও আল্লাহর আরশ দেখতে কেমন? ১ম-৭ম আসমান ও আল্লাহর আরশ দেখতে কেমন? Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১২:২৭ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.