দেশের বাইরে দেশ
লেখক : মোহাম্মদ জাফর ইকবাল
পিডিএফ ডাউনলোডঃ Click here OR Click here
রিভিউ
জাফর ইকবাল যখন আমেরিকার ক্যালটেক-এ(ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউশন অব টেকনোলজি) পড়তে যান,তখনকার রোমাঞ্চকর আবার কিঞ্চিৎ হাস্যকর অনেক অভিজ্ঞতাকে ভিত্তি করে বইটির রচনা।
জাফর ইকবালের লেখা এমনিতেই খুব সহজ সরল এবং সাবলীল। এই বইটি পড়লেই আপনারা এর উৎকৃষ্ট প্রমাণ পাবেন। বইটি পড়তে গিয়ে অনেকবারই হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি শতভাগ নিশ্চিত। বইটি পড়লে লেখকের অভিব্যক্তি প্রকাশের একধরনের ব্যতিক্রম চেষ্টা খুব সহজেই পরিলক্ষিত হয়। বইটিতে বারংবার নিজ দেশের প্রতি লেখকের এক প্রগাঢ় শ্রদ্ধাবোধ প্রকাশ পায়। বইটির সর্বত্রই তিনি স্বদেশ আর বিদেশের যে তফাতটা তা খুব সুচারুভাবে রূপায়িত করেছেন।
যেকোনো কিছু পড়তে গিয়ে যখন সহজেই কাছ থেকে পরিস্থিতিটা কিংবা পরিবেশটা পরখ করা যায়,তখন কিন্তু দারুণ লাগে।ঠিক দারুন না মোটামুটি দুর্দান্ত লাগে। আর জাফর ইকবালের লেখার অন্যতম একটা সহজাত প্রবৃত্তি হলো পাঠক কে খুব সহজে অনুভব করতে দেয়ার ব্যাপারটা। মনে হবে সবকিছুই যেন চোখের সামনে। আর ওনি যখন কারো প্রতিকৃতির বর্ণনা দেন , তখন ওই প্রতিকৃতির অবয়ব কল্পনা করতে না পারাটা প্রায় অসম্ভব।
ক্যালটেকে পড়তে গিয়ে লেখক বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মেশার সুযোগ পান।আর তার অর্থাৎ মানুষের বৈচিত্রতার যে ধরন তার অদ্যপান্তর বর্ণনাই আছে বইটিতে।কোন রাখঢাক না রেখেই সবকিছু লেখক সবিস্তারে বর্ণনা করেছেন।
বিদেশ সম্পর্কে দেশের মানুষের ধারণা।আর স্বদেশের একজন উৎকৃষ্ট প্রতিনিধি হিসেবে বিদেশের সবকিছু চেখে দেখার ব্যতিক্রম এক ধরনের প্রবণত, সারা বই জুড়ে লেখক এর মাঝে বিদ্যমান।
মূল রিভিউ কিন্তু দেই নাই।আমি যেমন রিভিউ দেখলে বই পড়ি না,আমার মনে হয় আপনারাও পড়বেন না। বইটা পড়ে যে আমি কোন লেভেলের খোরাক পাইছি ওইটা লেখে বোঝাইতে পারব না। একবার পড়লেই বোঝবেন।বইটা পড়ার পর আপাত অর্জনহীন জীবনটাকেও কেমন জানি সার্থক সার্থক লাগছে।😎😎😎
( বি.দ্র. বইটা একটু পুরোনো, আর আমিও ভালো ফটোশুট করতে পারি না।)

কোন মন্তব্য নেই:
Good books