অ্যালেক্স ফিটজ, একজন রিপার। আরো সহজ করে বললে, একজন কালেকশন এজেন্ট বা ডেবট কালেক্টর। কাজ করে দক্ষিণ ওহিওতে অবস্থিত ভ্যাল্কিরি কালেকশনের হয়ে। জাহান্নামের বাদশাহ থেকে শুরু করে ভ্যাম্পায়ার, গবলিন, হাইতিয়ান লোয়া (হাইতিতে ডাকিনীবিদ্যা চর্চা করে এমন একটা কাল্টের ঈশ্বর), টুথ ফেইরি সহ অতিপ্রাকৃতিক জগতের নানা চরিত্র, কোম্পানির হয়ে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ঋণ সংগ্রহ করা, তাদের নানা সমস্যা সমাধান করে দেওয়া হলো তার কাজ।
চুরি সংক্রান্ত সমস্যা? কাউকে খুজে বের করতে হবে? অতিপ্রাকৃতিক সমস্যা সামলাতে হবে? কিংবা কেউ একজন টাকার বিনিময়ে কোনো একটা কোম্পানির কাছে তার আত্মা বিক্রি করলো বা বন্ধক রাখলো। কিন্তু তার সাথে ঐ কোম্পানির যেই ডিল হয়েছিল, সেটা ঠিকঠাক মতো পালন করে নাই? তখনই ডাক পরে অ্যালেক্সের বা অন্য কোনো কোম্পানির অন্য কোনো রিপার এজেন্টদের।
তবে অ্যালেক্স সেরাদের সেরা। বাচ্চাকালে ভ্যাল্কিরি কালেকশনের কাছে বিক্রি হয়ে যাওয়া প্রায় নিঃসঙ্গ ২৮ বছর বয়সী এই এজেন্টের গায়ে বইছে ট্রলের রক্ত, যা অন্যান্য মানুষের চাইতে তাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে, দিয়েছে দ্রুত প্রতিক্রিয়া করার ক্ষমতা। তার সাথে আরো আছে প্রায় সাতশো বছর বয়সী এক জ্বিন, নাম ম্যাগি। কোনো এক যাদুকরের অভিশাপে আঙটিতে আটকে থাকা এই জ্বিনই অ্যালেক্সকে টেলিপ্যাথির মাধ্যমে নানা ধরণের উপদেশ দিয়ে, সতর্ক করে সাহায্য করে। বইয়ের মূল চরিত্র এই দুইজনই।
একদিন ডেথ নামে পরিচিত ফেরিম্যান (গ্রিক মিথলজি - বিশেষ দ্রষ্টব্য) আসে তার কাছে একটা কাজ নিয়ে। খুঁজে বের করতে বলে তার কালেকশন থেকে চুরি যাওয়া অনেকগুলো আত্মা। যদিও পুরো ব্যাপারটা লিগ্যালি আদারওপসের (পুলিশের মতো একটা সংস্থা)র সামলানোর কথা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, বিশৃঙ্খলা এড়ানোর জন্য লর্ডস অফ হেলের নির্দেশ এই জিনিস অ্যালেক্সে একাই করতে হবে এবং কারো কানে যেন এই ব্যাপারটা না পৌঁছায়।
কোনো ধরণের লিড ছাড়াই শুরু হয় অ্যালেক্সের আত্মা খোঁজা। এর মধ্যেই এক ন্যাকরোম্যান্সার তাকে আক্রমণ করে তার জ্বিন কেড়ে নিতে চায়। প্রতিহিংসাপরায়ন আনডেড (মৃত হওয়া সত্ত্বেও নড়াচড়া করতে পারে) তাকে মারতে চায়। আত্মা চুরির সাথে ইম্পসদের (এলফ প্রজাতি) সম্পর্ক পাওয়ার পর থেকেই কেউ একজন বেশ নৃশংসভাবে তাদের হত্যা করা শুরু করে। এভাবেই কাহিনী আগায়।
লেখক ব্রায়ান ম্যাকক্যালেন ‘ভ্যাল্কিরি কালেকশন’ সিরিজের প্রথম বই ‘আনক্যানি কোলাট্রেলার’য়ের মাধ্যমে এমন একটা আরবান ফ্যান্টাসি ইউনিভার্সের সূচনা করছে, যেখানে নানা ফ্যান্টাসি, মিথের নানা রকম চরিত্ররে এক সাথে করে আগাইছে। এই অতিপ্রাকৃতিক চরিত্ররা আবার হিউম্যান রেসে যোগ দিছে। দুনিয়াতে নিজেদের টিকিয়ে রাখার জন্য ব্যবসা বানিজ্য থেকে শুরু করে রাজনীতি, গ্যাং কালচারেও যোগ দিছে।
পুরো গল্পটা অ্যালেক্স ফিটজের ফার্স্ট-পার্সন দৃষ্টিভঙ্গিতে লেখা। আহামরি কোনো টুইস্ট, থ্রিল না থাকলেও বেশ চলমান একটা গল্প। অতিরিক্ত ক্লাইমেক্স সমৃদ্ধ না হইলেও ফিনিশিংটা সুন্দর। ছোটখাটো বইটা সব মিলিয়ে খারাপ না।
এই সিরিজের দ্বিতীয় বই ‘ব্লাড ট্যালি’। লেখক ব্রায়ান ম্যাকক্যালেন তার ফ্যান্টাসি সিরিজ ‘পাওডার মেজ’য়ের জন্য বেশ জনপ্রিয়।

কোন মন্তব্য নেই:
Good books