Dhakaiya Gully Boy Rana Lyrics | ঢাকাইয়া গাল্লিবয় রানা লিরিক্স

Verse 1: Rana
ঐ আমি রানা
কামরাঙ্গি চর পূর্ব রসুলপূর আট নাম্বার গল্লি
মনেরকথা বলি
ঢাকাইয়্যা gullyboy
1,2,3 রেডি
আমি গল্লির পোলা আমার নাম হইলো রানা
শহরের অলিগলির গল্প আমার জানা
জীবনের কঙ্কালটা কাছ থেইকা দেখি
কিছুকিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি
আমার অনেক ইচ্ছা ছিলো স্কুলে যামুন
তিনবেলা পেট ভইরা ভাতমাছ খামু
আমার লাইগ্যা নতুন একটা কালা প্যান্ট কিন্যা নতুন একটা শাড়ি কিন্যা মার' হাতে দিমু
এখন ঐসব ইচ্ছা দিছি মনের মধ্যে কবর
পেটে আমার ক্ষিধা থাহে তিনবেলা খামু
একমাস সেহরি খাইয়া রোজা রাহা সোজা
আমি রানা হারাবছর সেহরি ছাড়াই রোজা
দেশবাসী হুইন্যা রাহেন আমার দিনও আইবো
গল্লিরপোলার কণ্ঠ হেদিন হারাদেশ কাঁপবো
রোজার মাসে পরকালের জন্য কইরেন আবাদ
ইফতারি না পাইলে আমার ঘরে দাওয়াত।
আমি রানা গাল্লিবয়
ঢাকাইয়া গাল্লিবয় (3x)
বড়লোকের বাচ্চা ঠ্যালা দিয়া কয়, ছিড়াপ্যান্ট পইরা ঘুরি আমি গাল্লিবয়
আস্তে আস্তে বল করুম পারলে মারো ছয়
আমি কামলা খাইটা যামু তোমরা কইরো জয়!

Verse 2: Tabib Mahmud
সত্য কইরা শোনেন একটা ছোটগল্প বলি
কামরাঙ্গির চড়ের এইটা আট নাম্বার গলি
জীবনটা মিশে গেছে অভাবের সাথে যেন মানুষের পায়ের নিচে কাঁদে চোরাবালি
বড়লোকের বাড়িতে মা কাজ কইরা যা পায়
কিস্তির নাম কইরা মাইনষে তা চাবায়
পার্ট করলে আপনিও পইরা যাইবেন কব্জায়
কত টাকার এই ঋন ডাকাতেরা সব চায়
এমন একটা পরিবেশে থাকে আমগো রানা
ইশকুল ফিশ নাই তো ক্লাসে যাওয়া মানা
রানা পথে পথে ঘুরে দেখবেন টিএসসির মোড়ে
হঠাৎ আইসা কইবো কয়টা টেকা দেন আমারে
আপনি মারবেন একটা ঝাড়ি কারণ আপনি সুশীল সমাজ
মসজিদে শুক্কুরবারের পড়তে যাইবেন নামাজ তারপর মাইকের সামনে আপনি সমাজের ডাক্তার দেশ নিয়া দেবেন কত বড়বড় লেকচার

আমি রানা গাল্লিবয়

ঢাকাইয়া গাল্লিবয় (3x)

বড়লোকের বাচ্চা ঠ্যালা দিয়া কয়, ছিড়াপ্যান্ট পইরা ঘুরি আমি গাল্লিবয়

আস্তে আস্তে বল করুম পারলে মারো ছয়

আমি কামলা খাইটা যামু তোমরা কইরো জয়!
Dhakaiya Gully Boy Rana Lyrics | ঢাকাইয়া গাল্লিবয় রানা লিরিক্স Dhakaiya Gully Boy Rana Lyrics | ঢাকাইয়া গাল্লিবয় রানা লিরিক্স Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ৮:৪২ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.