আঘাত লাগে যখন একজন স্ব ঘোষিত মুসলিমকে অন্য মুসলিমরাই নাস্তিক বলে ঢিল ছোড়েন। তাদের ধারনা, হুমায়ূন আহমেদ নাস্তিক (ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না) । এটা আসলে ভুল ধারনা, হ্যা তিনি ধর্ম কর্ম তেমন একটা পালন করতেন না, ঠিক আছে। কিন্তু, তার একটা নামাজ পড়ার আলাদা যায়গা ছিল, তিনি নামাজ পড়তেন। নিয়মিত পড়তেন কিনা জানি না। তবে, মুসলিম হতে হলে, আল্লাহ্ আর রাসূল সাঃ কে মানলেই হবে। হুমায়ূন আহমেদ এরকম কোনো মতবাদ দেন নাই। উল্টো হুমায়ূন আজাদ কে মেরে ফেলায় তিনি সমর্থন বাক্য দিয়েছে, তিনি বলেছিলেন, হুমায়ূন আজাদ তার বইয়ে যেভাবে ধর্মিও অনুভূতিতে আঘাত করেছে, নোংরা ভাষায়।
নিচে একটা সাক্ষাতকার এর ক্ষন্ডাংশ তুলে দেওয়া হল। আপনারা যারা এখনো এই ব্যাপারে দ্বীধা দন্দে
ছিলেন, তাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
হুমায়ুন আহমেদ ঈশ্বরে বিশ্বাস করতেন? -Online Read
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
২:৩২ PM
Rating:
![হুমায়ুন আহমেদ ঈশ্বরে বিশ্বাস করতেন? -Online Read](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz0SsFE_s-QFfaLT85_PU_keM-nSW4J5Z4wlWUJGH54QV6xoJlEukWJHHPfKMkEGmiR_IBLgZ14vJL1w3GA4CleD2p5n3qoBVfCHrkQEjdGXbNlm1dJ_9PbyJHz15-XWbWh-3Tkow3/s72-c/Humayun_Ahmed_13Nov2010.jpg)
কোন মন্তব্য নেই:
Good books