হাজার বছর ধরে (Hazar Bochor Dhore) জহির রায়হান(Zahir Raihan) এর অনবদ্য এক উপন্যাস।এখান থেকে বইটি পিডিএফ(PDF) আকারে পড়তে বা ডাউনলোড(Download) করতে পারবেন।
নদী বয়ে চলেছে আপন গতিতে। গাছে গাছে ফুল ফোটে। আকাশে পাখি উড়ে- আপন মনে গান গায়। হাজার বছর ধরে যেই জীবনধারা বয়ে চলেছে, তাতে আশা-নিরাশা, প্রেম-ভালবাসা, চাওয়া-পাওয়ার খেলা চললেও তা সহজে চোখে পড়ে না, অন্ধকারে ঢাকা থাকে।
কঠিন অচলায়তন সমাজে আর যাই থাকুক, নারীর কোন অধিকার নাই। নারী হাতের পুতুল মাত্র। পুরুষ তাকে যেমন নাচায় তেমন নাচে। নিজের ইচ্ছেতে কাউকে বিয়ে করাটা এমন সমাজে অপরাধ, গুরুতর অপরাধ।
হাজার বছর ধরে PDF download
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
৯:৪৬ PM
Rating:
কোন মন্তব্য নেই:
Good books