সিক্রেটস অব জায়োনিজম pdf download

 

সিক্রেটস অব জায়োনিজম

হেনরি ফোর্ড


হেনরি ফোর্ড, নামটা কি পরিচিত মনে হয়? আমেরিকা সেই যে বিখ্যাত ফোর্ড গাড়ি, তার প্রতিষ্ঠাতা এই হেনরি ফোর্ড ভদ্রলোক ৷ ব্যবসা পরিচালনা করতে যেয়ে আবিষ্কার করেন, চারিদিকে যে ইহুদিদের (জায়োনিষ্ট) জাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে! 


অন্যান্য আর সবার মতো তিনি চুপচাপ বসে দেখবার পাত্র ছিলেন না ৷ কিছু একটা করবার তাড়না তাকে পেয়ে বসে ৷ ১৯২০ সালের সময় শুরু করেন নিজের জনপ্রিয় পত্রিকা, 'দ্য ডিয়ারবর্ন ইনডিপেনডেন্ট' ৷ নিজের পত্রিকায় শুরু করলেন কলাম লিখন ৷ নিজের দেখা ও অভিজ্ঞতার আলোকে লিখে ফেলেন সুদীর্ঘ ৯১ পর্বের তুমুল সাড়াজাগানো কলাম ৷ যার ফলারলস্বরূপ আমেরিকান ইহুদি ও ইহুদি রাষ্ট্র হিসেবে দাবি করা ইসরাইলের মুখোশ উন্মোচন হয়ে পরে ৷ বিপুল জনপ্রিয়তা, তথ্যবহুল কলামের সুবাদে অল্প সময়ের মাঝেই প্রস্তুত হয়ে পরে 'The International Jew' নামের ৪ খন্ডের বই ৷ এইযে এত প্রভাব-প্রতিপত্তির ইহুদি, যাদের নিয়ে এই লেখা, তারা কি আর চুপ করে বসে থাকবে ? অবশ্যই না! তারই ফলাফলস্বরূপ সপ্তাহের ভেতর সব বই লাপাত্তা হয়ে যায় ! ফোর্ডের পত্রিকার বিরুদ্ধে উঠে সম্প্রিতি ভঙ্গের অভিযোগ ৷ যার সর্বশেষ ফলাফল ১৯২৭ সালে নিষিদ্ধ হয় ফোর্ডের পত্রিকা ও এ বই ৷ 


সিক্রেটস অব জায়োনিজম pdf

এখানে ক্লিক করুন ]



সিক্রেটস অব জায়োনিজম pdf download সিক্রেটস অব জায়োনিজম pdf download Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১:০২ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.