সাধারণ জ্ঞান

 

LDC & MTS 

# সিন্ধু সভ্যতায় কোন্ পশু অজ্ঞাত ছিল -

= অশ্ব। 

# সিন্ধু  সভ্যতা কত খ্রীঃ আবিষ্কৃত হয়-

= 1921-22 খ্রীঃ। 

# প্রথম জৈন তীর্থংকর কে ছিলেন -.

= ঋষভনাথ।

# জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন -

= মহাবীর। 

# ত্রিপিটক কোন্ ভাষায় রচিত-

= পালি।

# মৌর্যবংশের শেষ রাজা কে ছিলেন -

= বৃহদ্রথ।


যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য


❐ বাংলাদেশ রোড অবস্থিত - আইভরি কোস্ট।

❐ বাংলাদেশ জেলা অবস্থিত - আর্মেনিয়া।

❐ বাংলাদেশ অ্যাভিনিউ অবস্থিত - মিশিগান, যুক্তরাষ্ট্র।

❐ বাংলাবাজার সিটি অবস্থিত - নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।

❐ বাংলাদেশ স্কয়ার অবস্থিত - লাইবেরিয়া।

❐ লিটল বাংলাদেশ অবস্থিত - লস অ্যাঞ্জেলস।

❐ বাংলাদেশ ভবন অবস্থিত - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত।

❐ বঙ্গবন্ধু স্কয়ার অবস্থিত - ফ্রান্স।

❐ বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ অবস্থিত - কলকাতা, ভারত।

❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত - দিল্লি, ভারত।

❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি অবস্থিত - কলকাতা, ভারত।

❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক (বুলভারি) অবস্থিত - আঙ্কারা, তুরস্ক।

❐ শেখ মুজিব ওয়ে অবস্থিত - শিকাগো, যুক্তরাষ্ট্র।

❐ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত - নমপেন, কম্বোডিয়া।


★যে যন্ত্রের সাহায্যে তড়িৎপ্রবাহ পরিমাপ করা হয়- অ্যামিটার।

★যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয়- ওয়াটমিটার।

★যে যন্ত্রের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয়- ভোল্টমিটার।

★যে যন্ত্রের সাহায্যে তড়িৎপ্রবাহের অস্তিত্ব পরিমাপ করা হয়- গ্যালভানোমিটার।

★যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয়- এনার্জিমিটার।

★যে যন্ত্রের সাহায্যে রোধ পরিমাপ করা হয়- ওহমমিটার



৪৬তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

প্রাইমারি চাকরি প্রস্তুতি ২০২৩ 

বিষয়ঃ বিজ্ঞান

———————————————


★তামা ও দস্তা মিশিয়ে পিতল এবং তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ প্রস্তুত করা হয়। 

★আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড। শব্দের তীব্রতা মাপা হয় - ডেসিবলের সাহায্যে। ১০৫ ডেসিবল সীমার উপরে শব্দ গ্রহণে মানুষ বধির হতে পারে। 

★আলোর তত্ত্ব প্রবক্তাঃ কণাতত্ত্ব - নিউটন, তরঙ্গতত্ত্ব - হাইগেন, তড়িৎ চৌম্বক তত্ত্ব - ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্ব- ম্যাক্স প্লাঙ্ক। 

★কার্বনের দুটি রূপভেদ - হীরা ও গ্রাফাইট। হীরা প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ৷ গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী।

★LPG (Liquefied Petroleum Gas)  গ্যসের মূল উপাদান - প্রোপেন ও বিউটেন।  বাসাবাড়িতে সিলিন্ডারে ব্যবহৃত হয় - বিউটেন। 

★পূর্ণ বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা - ৩২টি।  শিশুদের দুধ দাঁতের সংখ্যা - ২০টি। 

★অ্যানোফিলিস মশা - ম্যালেরিয়া, কিউলেক্স মশা - ফিইলেরিয়া এবং এডিস মশা - ডেঙ্গু, চিকনগুনিয়া রোগের জীবাণু বহন করে।। 

★উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র -ট্যাকোমিটার, মোটরগাড়ীর গতি নির্ণয়ক যন্ত্র -ওডোমিটার। অন্যদিকে বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার এবং গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার। 

★ফল পাকানোর জন্য দায়ী - ফাইটোহরমোনের নাম ইথিলিন৷ ফলের রং লাল হয় - লাইকোপেনের কারণে। 

★টমেটোতে থাকে - ম্যালিক এসিড, লেবুতে থাকে - সাইট্রিক এসিড, আমলতিতে থাকে - এসকরবিক এসিড। 


📎 আমাদের এই জানানোর প্রয়াস ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আরো বেশি পোস্ট দিতে অনুপ্রাণিত করবেন। আর এই লেখাটা যেকোনো সময় পড়তে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন।





খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ সংক্ষেপ 📣


▪️TIN- Taxpayer Identification Number

▪️VAT- Value Added Tax

▪️SIM- Subscriber Identity Module

▪️OMR- Optical Mark Recognition

▪️PRSP- Poverty Reduction Strategy Papers

▪️MICR- Magnetic Ink Character Recognition

▪️OCR- Optical Character Recognition

▪️IQ- Intelligence Quotient

▪️DSLR - Digital Single-Lens Reflex

▪️ATM- Automated Teller Machine

▪️IRDP Integrated Rural Development Program

▪️DNA- Deoxyribonucleic Acid

▪️PDF- Portable Document Format


📎 আমাদের এই জানানোর প্রয়াস ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের আরো বেশি পোস্ট দিতে অনুপ্রাণিত করবেন। আর এই পোস্ট টা যেকোনো সময় পড়তে শেয়ার করে রেখে দিন।

...



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

'জনশুমারি ও গৃহগণনা ২০২২’- এর চূড়ান্ত প্রতিবেদন-

প্রকাশকাল- ৯ এপ্রিল, ২০২৩।


* বর্তমানে দেশের মোট জনসংখ্যা- ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১জন।

* পুরুষ- ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন। 

* নারী- ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।

* হিজড়া- ১২ হাজার ৬২৯ জন। 


* সবচেয়ে বেশি মানুষ বাস করে- 

ঢাকা বিভাগে (সাড়ে চার কোটি; ৪ কোটি ৫৬ লাখ), যা মোট জনগোষ্ঠীর প্রায় ২৭ ভাগ। 


* সবচেয়ে কম মানুষ বাস করে- বরিশাল বিভাগে (৯৩ লাখ), যা মোট জনগোষ্ঠীর সাড়ে ৫ শতাংশ।


* জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ- গ্রামে এবং

 ৩১.৬৬ শতাংশ- শহরে বাস করে।


* মুসলমানের সংখ্যা- ১৫ কোটি ৪৫ লাখ (৯১ ভাগ)। 

* অন্য ধর্মাবলম্বীর সংখ্যা- ১ কোটি ৫২ লাখ (৮.৯৫ শতাংশ)।

* জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা হয়েছে- ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। 

(প্রাথমিক প্রতিবেদনে গণনাকৃত মোট জনসংখ্যা ছিল- ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।)


সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১:৩৯ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.