⬛সর্বশেষ আপডেট⬛
↪️বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
↪️বর্তমানে দেশে সিটি। কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
↪️বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
↪️বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি, (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
↪️বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
↪️বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
↪️বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
↪️রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
↪️বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
↪️বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
↪️বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
↪️বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।
↪️পড়া শেষে ডান লিখুন। সবাইকে ধন্যবাদ▶️
কোন মন্তব্য নেই:
Good books