বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রাপ্তী পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান
সাধারন জ্ঞান
✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ
✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।
✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।
✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।
✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।
✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।
✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।
✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।
✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।
✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।
✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।
✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।
✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর: ২৭০ টি।
✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।
✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।
✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।
✬প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।
✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।
✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।
✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।
✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।
✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।
✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।
✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।
✬প্রশ্ন: ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।
✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।
✬প্রশ্ন. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।
✬প্রশ্ন: এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।
✬প্রশ্ন: বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।
✬প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।
✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।
✬প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।
✬প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।
✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।
✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি
✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
✬প্রশ্ন: স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
উত্তর: ইন্দোনেশিয়া।
✬প্রশ্ন: পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✬প্রশ্ন: আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?
উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।
✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর -সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।
✬নিশীথ সূর্যের দেশ হলো — নরওয়ে।
✬সুর্যদয়ের দেশ বলা হয় – জাপান-কে।
✬পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
✬বিশ্বের প্রশস্ততম নদী – আমাজান।
✬সুমাত্রা দ্বীপ অবস্থিত – ভারত মহাসাগরে।
✬সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।
✬সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।
✬হোক্কাইডো দ্বীপ অবস্থিত – জাপানে।
✬জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা।
✬পৃথিবীর ছাদ হলো — পামির মালভূমি।
✬এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় – ১৯৫৩ সালে।
✬বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় – ১৯৬৯ সালে।
✬সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে – ক্যালডীওরা।
✬পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় – ব্যাবিলনে।
✬গনতন্ত্রের সূতিকাগার হলো – গ্রীক।
✬ইতিহাসের জনক বা পিতা – হেরোডোটাস।
✬এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের – সাড়ে চারগূন।
✬ প্রাচীন কালে পারস্য নামে পরিচিত ছিল – ইরান।
✬”আরব বসন্ত” বলতে বুঝায় – আরবের বিভিন্ন দেশে গনজাগরণ।
✬ BRICS-এর সদস্যগুলো হলো — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
✬দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ – তুরস্ক।
✬মাদার তেরেসা জন্মগ্রহণ করেন – মেসিডোনিয়া।
✬ভারতের অঙ্গ রাজ্য রয়েছে – ২৮ টি।
✬চীনের দ্বৈত অর্থনীতির কারন – হংকং এর অর্থনীতি সচল রাখা।
✬ফকল্যান্ড যুদ্ধ হয় – ১৯৮২ সালে।
✬”কর্নারস্টোন অব্ পিস” স্মৃতিসৌধটি অবস্থিত – ওকিনাওয়া, জাপান।
✬নেপালের সর্বশেষ রাজা ছিলেন – জ্ঞানেন্দ্র।
✬হিসাববিজ্ঞানের জনক – লুকা প্যাসিওলি।
✬মালদ্বীপের দাপ্তরিক ভাষা – ধিবেহি।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর –আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ MCQ
✬আরব স্পেনকে অভিহিত করত – আইবেরীয় উপদ্বীপ নামে।
✬গ্রিনল্যান্ডের এর মালিকানা – ডেনমার্কের।
✬সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি যে দেশে – ইংল্যান্ড।
✬‘সাত পাহাড়ের দেশ’ দেশ বলা হয় – রোমকে।
✬দক্ষিণের রানি বলা হয় – সিডনি শহরকে ।
✬ইউরোপের রেনেসাঁ শুরু হয় – চতুর্দশ শতাব্দীতে।
✬আরব-ইসরায়েল যুদ্ধ হয় – ১৯৪৮ সালে।
✬হিটলারের রাজনৈতিক দলের নাম – Nazi party.
✬দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট – ডি ক্লার্ক।
✬পৃথিবী – সৌরজগৎ এর একটি গ্রহ।
✬পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে – ৩৬৫দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
✬টুইটারের যাত্রা শুরু হয় — ২০০৬ সালে।
✬WWW-এর জনক – টিম বার্নাস লি ।
✬সার্চ ইঞ্জিনের জনক – অ্যালান এমটাজ।
✬ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন – ডট কম।।
(সংগৃহীত)
সাধারণ জ্ঞান – বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর
✬প্রশ্নঃ কোনটি এন্টিবায়োটিক?
উত্তরঃ পেনিসিলিন।
✬প্রশ্নঃ কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস?
উত্তরঃ সূর্যে রশ্মি।
✬প্রশ্নঃ কোন গ্যাসের রং লালচে বাদামী ?
উত্তরঃ নাইট্রোজেন ডাইঅক্সাইড।
✬প্রশ্নঃ MKS পদ্ধতিতে ভরের একক কি ?
উত্তরঃ কেজি।
✬প্রশ্নঃ কোনটি মৌলিক পদার্থ?
উত্তরঃ লোহা।
✬প্রশ্নঃ কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল?
উত্তরঃ জিপসাম।
✬প্রশ্নঃ বিগব্যাং তত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ জি. ল্যামেটার।
✬প্রশ্নঃ কোথায় গ্রিনিচ মান মন্দির অবস্থিত ?
উত্তরঃ যুক্তরাজ্যে।
✬প্রশ্নঃ সিডর কোন ভাষার শব্দ?
উত্তরঃ সিংহলি, যার অর্থ চোখ।
✬প্রশ্নঃ টলেমি কি ছিলেন?
উত্তরঃ জ্যোতির্বিদ ।
✬প্রশ্নঃ কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর পর পর।
✬প্রশ্নঃ সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সি.মি. এ কত?
উত্তরঃ ১০ নিউটন।
✬প্রশ্নঃ জিওলজি (Geology) কি?
উত্তরঃ ভূ-তত্ত্ববিদ্যা।
✬প্রশ্নঃ জুওলজি (Zoology) কি?
উত্তরঃ প্রানীবিদ্যা।
✬প্রশ্নঃ সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।
✬প্রশ্নঃ বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।
✬প্রশ্নঃ কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ বিশ্ব পরিসংখ্যান দিবস কবে?
উত্তরঃ ২০ অক্টোবর।
✬প্রশ্নঃকোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় ?
উত্তরঃ সোডিয়াম।
✬প্রশ্নঃ কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে ?
উত্তরঃ গ্রাফাইট।
✬প্রশ্নঃ শৈবাল কোন জাতীয় উদ্ভিদ ?
উত্তরঃ স্বভোজী।
✬প্রশ্নঃ “শিমের বিচি” কোন ধরনের খাদ্য ?
উত্তরঃ আমিষ।
✬প্রশ্নঃ ডিম ও দুধে কোন ভিটামিন নেই ?
উত্তরঃ সি।
✬প্রশ্নঃ মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন ?
উত্তরঃ 120 দিন।
✬প্রশ্নঃ ক্যান্সার রোগের প্রধান কারন কি ?
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
✬প্রশ্নঃ ভিটামিন “এ” এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ রাতকানা রোগ ।
✬প্রশ্নঃ ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ রিকেটস।
✬প্রশ্নঃ হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তরঃ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
✬প্রশ্নঃ তামার সাথে কি মেশালে পিতল হয় ?
উত্তরঃ দস্তা।
✬প্রশ্নঃ ফিতা কৃমি কোন ধরনের প্রানী ?
উত্তরঃ অন্তঃপরজীবী।
✬প্রশ্নঃ দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি ?
উত্তরঃ এনামেল।
✬প্রশ্নঃ মহাকাশে প্রথম কোন প্রাণী ঘটিয়েছিল ?
উত্তরঃ কুকুর।
✬প্রশ্নঃ নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?
উত্তরঃ সরিষার খৈল।
✬প্রশ্নঃ সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ ভিটামিন D.
✬প্রশ্নঃ বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।
✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা”র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।
✬প্রশ্নঃ অডিও ক্যাসেট আবিষ্কার করেন কে?
উত্তরঃ ফিলিপস কোম্পানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
✬প্রশ্নঃ ভিডিও ক্যাসেট আবিষ্কার করেন কে?
উত্তরঃ সনি কোমাপানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
✬প্রশ্নঃ ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O
✬প্রশ্নঃ আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।
✬প্রশ্নঃ একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি
✬প্রশ্নঃ একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তরঃ ১০০০ বার।
✬প্রশ্নঃ কার রক্ত বর্ণহীন?
উত্তরঃ তেলাপোকা
✬প্রশ্নঃ পেঁচা কখন চোখে দেখে না?
উত্তরঃ দিনের বেলায়
✬প্রশ্নঃ মৌমাছির পা কয়টি?
উত্তরঃ ৬টি।
✬প্রশ্নঃ মাকড়সার পা কয়টি?
উত্তরঃ ৮টি।
✬প্রশ্নঃ Virus এর পূর্ণ রুপ কি?
উত্তরঃ Vital information Resources Under Size
✬প্রশ্নঃ মস্তিষ্কের অংশ তিনটি কি কি?
উত্তরঃ গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা।
✬প্রশ্নঃ রকেট ও জেট বিমানের জ্বালানী হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ তরল অক্সিজেন।
✬প্রশ্নঃ আয়নার পশ্চাতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ পারদ ।
✬প্রশ্নঃ সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কি কি?
উত্তরঃ কপার ও তামা।
✬প্রশ্নঃ কত ক্যারেটর স্বর্ণ কে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়?
উত্তরঃ ২৪ ক্যারেটের।
✬প্রশ্নঃ ফুল ফোটাই কোন হরমোন?
উত্তরঃ হ্লোরিজেন।
✬প্রশ্নঃ দুধ টক হয় কেন?
উত্তরঃ ব্যাকটোরিয়ার কারণে।
✬প্রশ্নঃ ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ দূষিত বাতাস।
✬প্রশ্নঃ কোন শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ কতক্ষন থাকে?
উত্তরঃ ০.১ সেকেন্ড।
✬প্রশ্নঃ কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তরঃ নিউক্লিয়াস কে।
✬প্রশ্নঃ কম্পিউটারের স্থায়ী মেমোরির নাম কি?
উত্তরঃ ROM
✬প্রশ্নঃ কম্পিউটারের অস্থায়ী মেমোরির নাম কি?
উত্তরঃ RAM
✬প্রশ্নঃ মস্তিষ্কের ওজন কত?
উত্তরঃ ১.৩৬ কেজি।
✬প্রশ্নঃ পূর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উত্তরঃ ৩০০ গ্রাম।
✬প্রশ্নঃ মানুষ প্রতিদিন কি পরিমান মূত্র নিঃসৃত করে?
উত্তরঃ ১-১.৫ লিটার।
✬প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ এডিস মশা।
✬প্রশ্নঃ শুষ্ক বরফের সংকেত কি?
উত্তরঃ CO2 (হিমায়িত কার্বন ডাই অক্সাইড)
✬প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কেন?
উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধির কারনে।
✬প্রশ্নঃ ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলফ্রেড নোবেল, আবিষ্কারের সাল-১৮৬৬ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৩ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৮৯৬ইং।
✬প্রশ্নঃ যুদ্ধ ট্যাংক আবিষ্কার করেন কে?
উত্তরঃ ই.ডি.সুইন্টন, আবিষ্কারের সাল-১৯১৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৬৮ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৫১ইং।
✬প্রশ্নঃ টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি, আবিষ্কারের সাল-১৬০৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৫৬৪ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৬৪২ইং।
✬প্রশ্নঃ কলম আবিষ্কার করেন কে?
উত্তরঃ এল.ই.ওয়াটারম্যান, আবিষ্কারের সাল-১৮৮৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯০১ইং।
✬প্রশ্নঃ বৈদ্যতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন, আবিষ্কারের সাল-১৮৭৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৩১ইং।
✬প্রশ্নঃ দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স, আবিষ্কারের সাল- ১৬৫৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৬২৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৬৯৫ ইং।
✬প্রশ্নঃ টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল, আবিষ্কারের সাল- ১৮৭৬ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৪৭ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২২ ইং।
✬প্রশ্নঃ বৈদ্যতিক পাখা আবিষ্কার করেন কে?
উত্তরঃ এস.এস.হুইলার, আবিষ্কারের সাল- ১৮৮২ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৬০ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২৩ ইং।
✬প্রশ্নঃ মাইক্রোফোন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইমাইল বার্লিনার, আবিষ্কারের সাল- ১৮৭৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৫১ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯২৩ ইং।
✬প্রশ্নঃ রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন?
উত্তরঃ জ্যাকোব পারকিন্স, আবিষ্কারের সাল- ১৮৩৪ ইং, আবিষ্কারকের জন্ম- ১৭৬৬ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৮৪৯ ইং।
✬প্রশ্নঃ ক্যামেরা আবিষ্কার করেন কে?
উত্তরঃ জর্জ ইস্টম্যান, আবিষ্কারের সাল- ১৮৮৮ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৫৪ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৩২ইং।
✬প্রশ্নঃ এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে?
উত্তরঃ ডব্লিউ এইচ ক্যারিয়ার, আবিষ্কারের সাল-১৯০২ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৭৬ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৫০ ইং।
✬প্রশ্নঃ অক্সিজেন এর আবিষ্কারকের নাম কি?
উত্তরঃ যোসেফ প্রিস্টলি, আবিষ্কারকের সাল- ১৭৭৪ইং, আবিষ্কারকের জন্ম- ১৭৩৩ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৮০৪ ইং।
✬প্রশ্নঃ হেলিকপ্টার আবিষ্কার করেন কে?
উত্তরঃ ইগর সিকরস্কি, আবিষ্কারকের সাল- ১৮৩৯ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৮৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৯৭২ ইং।

কোন মন্তব্য নেই:
Good books