সাধারণ জ্ঞান
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 এর দৈর্ঘ্য কত?
উত্তর : ৩১.২৪১ কিমি ।
প্রশ্ন : দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে।
প্রশ্ন : ১২ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে?
উত্তর : ড. সালমা সিদ্দিকা।
প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) পোস্ট ইনুমারেশন চেক (PEC) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৬,৯৮,২৮,৯১১ জন।
প্রশ্ন : বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর : মিঠামইন, কিশোরগঞ্জ ।
প্রশ্ন : মিরপুর-কালশী ফাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তর : ২.৩৪ কিমি ।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়?
উত্তর : ২০০১ সালে; মেহেরপুর জেলায়।
প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ৫৫৮ মার্কিন ডলার।
প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ঋণ দিয়েছে?
উত্তর : বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মা.ড.)।
প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়?
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ করে উন্মুক্ত করে?
উত্তর : ২০ ফেব্রুয়ারি ২০২৩।
প্রশ্ন : ২০২৩ সালে একুশে পদক লাভ করেন কতজন?
উত্তর : ১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।
প্রশ্ন : ৩১ জানুয়ারি ২০২৩ বেসরকারি খাতের প্রথম কৃষি বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : চারঘাট, রাজশাহী।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : অজয় বাঙ্গা।
প্রশ্ন : High Mobility Artillery Rocket Systems (HIMARS) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে?
উত্তর : জেফ জিয়েন্টস।
প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে?
উত্তর : সলোমন দ্বীপপুঞ্জ।
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়?
উত্তর : স্করপিয়ন ইউনিট ।
প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়?
উত্তর : আইএনএস বাগির (INS Vagir)।
প্রশ্ন : ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম কী?
উত্তর: শেলি ওবেরয়।
প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর : রমজান কাদিরভ।
প্রশ্ন : আল-কায়েদার নতুন প্রধানের নাম কী?
উত্তর : সাইফ আল-আদেল ।
প্রশ্ন : জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন?
উত্তর : সিচুয়ান ।
প্রশ্ন : GLSDB’র পূর্ণরূপ কী?
উত্তর : Ground Launched Small Diameter Bomb.
প্রশ্ন : পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী?
উত্তর : ডা. সানা রামচন্দ।
প্রশ্ন : ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
প্রশ্ন : India: The Modi Question কী?
উত্তর : বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র।
প্রশ্ন : হিন্ডেনবার্গ রিসার্চ কী?
উত্তর : হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান (প্রতিষ্ঠাতা: নাথান অ্যান্ডারসন; ২০১৭ সালে)।
প্রশ্ন : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?
উত্তর : প্রথম ভারত; দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
Good books