৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ (২০০ মার্কের) প্রশ্ন ও সমাধান

 

📝গাণিতিক যুক্তি –১৫
==================
1. ১৭ সেমি, ১৫ সেমি এবং ৮ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে Solution: ১৫^২ + ৮^২ = ২৮৯
১৭^২=২৮৯ ত্রিভুজটি সমকোণী।
2. x2 -3x +1 =0 হলে (x2 - 1/x2) এর মান -
Solution: x^2-3x+1=0
বা, x^2-3x=-1
বা, x(x-3)=-1
বা, x-3=-1/x
বা, x+1/x=3
বা, (x+1/x)^2=3^2
বা, (x+1/x)^2=9
বা, (x-1/x)^2+4.x.1/x=9
বা, (x-1/x)^2=9-4
বা, (x-1/x)^2=5
বা, x-1/x=√5 এখন, x^2-1/x^2=(x+1/x) (x-1/x)
=3√5
3. x2-5x + 6 < 0 হলে
x2-5x + 6 < 0
(x-3)(x-2) < 0
x-3<0, x-2>0
x>2
4. A = {x| x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং x2<25}
B ={x| x মৌলিক সংখ্যা এবং x2<25}
C ={x| x মৌলিক সংখ্যা এবং x2=25 }
A = {1,2,3,4}
B = {2,3}
C={5}
AnBnC={}
5. ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মুনাফার শতকরা -
মোট মুনাফা ৫০০০
১০% মুনাফায় ৩০০০ টাকা, মুনাফা =৩০০ টাকা
এবং ৮% মুনাফায় ২০০০ টাকা =১৬০ টাকা মোট মুনাফা ৪৬০ টাকা
%মুনাফা = ৯.২%
6. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত? ✔ Ans:- ৩৯
7. একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদ ৫২ হলে , ১৫ তম পদ কত?
৬ষ্ঠ পদ= a+ (6-1)d=52
a+ 5*10=52
a+50=52
a=2
১৫ তম পদ = a+14d=2+140=142
8. একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল এবং ১০টি কালো বল আছে। দৈবভাবে তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
Solution: মোট বল = ২৪টি
সাদা বল না ১৬টি
সম্ভাবনা = ১৬/২৪=২/৩
9. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ পদটি ১৬০ প্রথম পদ কত?
Solution: ar2= 20---(1)
ar5=160---(2)
(2) divided by (1)
r3 = 8
r=2
=>ar2= 20, 4a=20, a= 5
10. logx^(3/2)=-(1/2) হলে, x এর মান
Solution: x-1/2= 3/2
=> 1/x1/2= 3/2
=>1/x =9/4
x=4/9
11. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Solution: কর্ণের দৈর্ঘ্য 15 মি.
আয়তক্ষেত্রের প্রস্থ 10 মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =x
x2+ 102= 152
x2 = 125
x = 5v5
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 50v5
12. 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
Solution: 1/3:1/5:1/9= 15:9:5
প্রথম ভাই পাবে 15/29 X 261 = 135
13. 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব সে.মি.? ✔ Ans:- 5
Solution:
a2=b2+c2
=>132=122+c2
=>c2=169-144
=>c=5
সুতরাং লম্ব দূরত্ব=5
14. 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
Ans:182
15. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? ✔ Ans:- 25%
Solution: ১০টি ডিমের বিক্রয়মূল্য = ১০০/৮ *১০ = ১২৫ টাকা
সুতরাং, শতকরা লাভ =২৫%
 
 📝 মানসিক দক্ষতা—১৫
 
১। ২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল? ✔ Ans:- বৃহষ্পতিবার
২। কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়- ✔ Ans:- প্রজ্বলিত
৩। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
চিত্র আছে--
উ:৯
৪। ৫-এর কত শতাংশ ৭ হবে- ✔ Ans:- ১৪০
৫। কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে- ✔ Ans:- পিছনে
৬। একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে? ✔ Ans:- ঠেলে নেয়া ব্যক্তির
৭। Telephone:Cable::Radio:?
উ:Wireless
৮। কোন বৃত্তের ব্যাসার্ধে যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে ✔ Ans:- ৪০%
৯। কোন বানানটি শুদ্ধ? ✔ Ans:- Achievement
১০। If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as- ✔ Ans:- NRMNC
১১। বিভা:কিরণ::সুবলিত:? ✔ Ans:- সুগঠিত
১২। ০.৪*০.০২*০.০৮=? ✔ Ans:- .০০০৬৪
১৩। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে? ✔ Ans:- পূর্ব
১৪। Find out the correct synonym of “TENUOUS”- ✔ Ans:- Thin
১৫। একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? ✔ Ans:- দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে




বাংলাদেশ-৩০
==================
১। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়- ✔ Ans:- ২০০০ সালে
২। পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন- ✔ Ans:- লর্ড কার্জন
৩। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? ✔ Ans:- মুর্শিদ কুলী খান
৪। প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- ✔ Ans:- BADC
৫। সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু- ✔ Ans:- ৭০.৮
৬। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা- ✔ Ans:- ৪.৪
৭। যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক- ✔ Ans:- বরিশাল বিভাগ
৮। ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার- ✔ Ans:- ৭.০৫%
৯। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা- ✔ Ans:- ৮টি
১০। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? ✔ Ans:- ২ ভাগে
১১। বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে-
উ:চীন
১২। আলুর একটি জাত- ✔ Ans:- ডায়মন্ড
১৩। বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়- ✔ Ans:- বোরো ধান
১৪। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? ✔ Ans:- সপ্তম
১৫। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে- ✔ Ans:- ১৩৭
১৬। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ✔ Ans:- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
১৭। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে- ✔ Ans:- বাণিজ্য মন্ত্রণালয়
১৮। যে জেলায় হাজংদের বসবাস নেই- ✔ Ans:- বাংলাপিডিয়া অনুযায়ী এই চার জেলাতেই হাজংরা বাস করে ১৯। মাত্র ১টি সংসদীয় আসন- ✔ Ans:- রাঙ্গামাটি জেলায়
২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? ✔ Ans:- আলমগীর কবির
২১। জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?
ক) সংসদ নেতার ভোট খ) হুইপের ভোট গ) স্পীকারের ভোট ঘ) রাষ্ট্রপতির ভোট
২২। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত- ✔ Ans:- ১০০:১০০.৩
২৩। NILG এর পূর্ণরূপ- ✔ Ans:- National Institute of Local Government
২৪। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- ✔ Ans:- নৌকা
২৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ✔ Ans:- মালয়েশিয়া
২৬। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব- ✔ Ans:- বীর বিক্রম
২৭। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ✔ Ans:- ম্যাগনাকার্টা
২৮। বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে- ✔ Ans:- ডেনমার্কে
২৯। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর- ✔ Ans:- পেট্রাপোল
৩০। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা- ✔ Ans:- ২৮টি



 
📝সাধারণ বিজ্ঞান-১৫
===================
সাধারণ বিজ্ঞান--১৫
১. নিউক্লিয়াসের বিভাজন কে কি বলে- ফিশন
২.ভাইরাসের জন্য সত্য নয়- রাইবোজম থাকে
৩.গ্রীন হাউজ কি- কাঁচের তৈরি ঘর
৪.কোনটি জারক পদার্থ নয়- হাইড্রোজেন
৫.চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের- ৬ ভাগের ১ ভাগ
৬.আকাশে রংধনুর কারন- বৃষ্টির কণা
৭.মানব দেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার অংশ নয় কোনটি- lysozyme
৮.তাপ ইঞ্জিনের কাজ- তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
৯.শুন্য মাধ্যমে শব্দের বেগ কত- ০
১০.ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে- সাইট্রিক এসিড তৈরিতে
১১.খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ,শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমায়-Kwashiorkor
১২.বস্তুর ওজন কোথায় বেশি-মেরু অঞ্চলে
১৩.প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমান- ৮০-৯০
১৪. চা পাতায় কোন ভিটামিন থাকে- ভিটামিন কে
১৫. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়--ব্রাজিলের রিওডিজেনিরোতে


৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ (২০০ মার্কের) প্রশ্ন ও সমাধান ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ (২০০ মার্কের) প্রশ্ন ও সমাধান Reviewed by Syed Araf on ১০:৪৪ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.