ভাদ্র মাসের সকালে হঠাৎ শিহাব একটি কঠিন সমস্যায় পড়েছে। সমস্যাটা এই যে, সে হাসানকে আত্মহত্যা করবার জন্য একটা দড়ি কিনতে পাঠিয়েছে। হাসান শার্ট গায়ে দিয়ে বাসা থেকে বের হলো। তারপর বেলা গড়িয়ে সন্ধ্যার পর হাতে করে একটা অ্যাকুরিয়াম নিয়ে ফিরলো ঘরে। পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে দুটো গোল্ডফিশ রেখে বললো, “এই মাছগুলোকে প্রতিদিন খাবার দিলে একটা সময় পর তারা তাদের মালিককে আলাদা করে চিনতে পারে।”
শিহাব বললো, “সেটা ঠিক আছে, তোমাকে সকালে দড়ি কিনতে পাঠিয়েছি। আজ বিকেলে পৃথিবী বরাবর তিন পৃষ্ঠার চিঠি লিখে তোমার আত্মহত্যা করবার কথা।”
হাসান শীতল গলায় বললো, “আমি আত্মহত্যা করব না।” “তাহলে আমাকে দিয়ে খামোখা চিঠি লেখালে কেন?”
কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে হাসান অ্যাকুরিয়ামে পানি ঢালতে থাকে। শিহাব বললো, “পৃথিবীতে যারা আত্মহত্যা করে তারা কারো সাহায্য ছাড়াই করে কিন্তু তোমাকে সাহায্য করার জন্য আমি আছি।”
“আপনি আমাকে এই উপকারটি না করলেই বরং আমার জন্য উপকার হয়।”
“তাহলে চিঠিতে এসব লেখালে কেন?"
বই: শেষ
লেখক: জুনায়েদ ইভান
ধরন: উপন্যাস
প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
বিনিময় মূল্য: ৩০০টাকা
কোন মন্তব্য নেই:
Good books