সজল আহমেদ এর হ্যান্ডনোটঃ ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 



বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক । আসুন জেনে নিই কে কোন বিষয়ের জনক।

✬জীব বিজ্ঞানের জনক — এরিস্টটল।

✬প্রাণী বিজ্ঞানের জনক — এরিস্টটল।

✬রসায়ন বিজ্ঞানের জনক — জাবির ইবনে হাইয়ান।

✬পদার্থ বিজ্ঞানের জনক — আইজ্যাক নিউটন।

✬মেডিসিনের জনক — হিপোক্রেটিস।

✬জ্যামিতির জনক — ইউক্লিড।

✬জীবাণু বিদ্যার জনক — লুই পাস্তুর।

✬গণতন্ত্রের জনক — জন লক।

✬ব্যবস্থাপনার জনক — হেনরী ফেওল।

✬মানব সম্পদ ব্যবস্থাপনার জনক — জর্জ এলটন ম্যায়ো।

✬প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক — হেনরী ফেওল।

✬আধুনিক ইংরেজি সাহিত্যের জনক — জর্জ বার্নার্ড শ।

✬রুশসাহিত্যের জনক — ম্যাক্সিম গোর্কি।

✬পারমানবিক বোমার জনক — ওপেন হাইমার।

✬সনেটের জনক — পের্ত্রাক।

✬সামাজিক বিবর্তনবাদের জনক — হার্বাট স্পেন্সর।

✬শ্রেণীকরণ বিদ্যার জনক — কারোলাস লিনিয়াস।

✬শরীর বিদ্যার জনক — উইলিয়াম হার্ভে।

✬হিসাব বিজ্ঞানের জনক — লুকাপ্যাসিওলি।

✬চিকিৎসা বিজ্ঞানের জনক — ইবনে সিনা।

✬দর্শন শাস্ত্রের জনক — সক্রেটিস।

✬ইতিহাসের জনক — হেরোডোটাস।

✬ভূগোলের জনক — ইরাটস থেনিস।

✬গণিতের জনক — আর্কিমিডিস।

✬গতি বিদ্যার জনক — গ্যাল।

✬তেজস্ক্রিয়তার জনক — হেনরি বেকরেল।

✬ক্যালকুলাসের জনক — আইজ্যাক নিউটন।

✬বাংলা উপন্যাসের জনক — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

✬ইংরেজী কবিতার জনক — জিওফ্রে চসার।

✬মুসলিম জাতির জনক — হযরত ইব্রাহীম (আ:)।

✬বৈজ্ঞানিক ব্যবস্থাপনার(সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক — ফ্রেডরিক উইনসল টেইলর।

বাংলা সাহিত্য

✬ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✬ বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
✬ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✬ বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
✬ চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী

গণিত

✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও

ইংরেজি সাহিত্য

✬ ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
✬ ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
✬ ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
✬ ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
✬ আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
✬ ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
✬ আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ

পদার্থ বিদ্যা

✬ পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
✬ আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনিস্টাইন
✬ পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
✬ টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
✬ বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
✬ মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
✬ আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
✬ রেডিও – লি ডি ফরেস্ট
✬ আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
✬ তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
✬ পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
✬ হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
✬ কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
✬ আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
✬ আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
✬ সেমি কন্ডাক্টর – জ্যাক কিলবি
✬ আধুনিক যোগাযোগ প্রযুক্তি – সাইরাস ফিল্ড

রসায়ন বিদ্যা

✬ আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট ল্যাভসেসিয়ে
✬ জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
✬ পরমাণুবাদ – ডেমোক্রিটাস
✬ রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
✬ পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ

জীব বিজ্ঞান

✬ জীববিদ্যা ও প্রাণীবিদ্যা – এরিস্টটল
✬ উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
✬ বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
✬ রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
✬ আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
✬ রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
✬ বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
✬ জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
✬ বাস্তু সংস্থান – উইজেন উডাম
✬ প্রাণ শক্তি – জে জে বার্জেলিয়াম

চিকিৎসা বিজ্ঞান

✬ আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
✬ প্লাস্টিক সার্জারি – সাসরুটা
✬ অস্থি সার্জারি – লরেন্স বলভেন
✬ হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন
✬ চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
✬ আধুনিক ঔষুদ – ইবনে সিনা
✬ অ্যানাটমি – হেরোফিলাস

বিশ্ব সাহিত্য সংস্কৃতি

✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে

কম্পিউটার বিজ্ঞান

✬ কম্পিউটার – চার্লস ব্যাবেজ
✬ ই–মেইল – রে টমলিনসন
✬ ইন্টারনেট – ভিন্টন জি কারফ
✬ ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
✬ ভিডিও গেমস – নোলেন বুশনেল
✬ অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
✬ আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন ডুরিং
✬ পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
✬ WWW (World Web Wide) – টিম বারনাস লি
✬ ভিজুয়েল বেসিক – এলান কুপার
✬ জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
✬ উইকিপিডিয়া – জিমি ওয়েলস

ভূগোল ও ইতিহাস

✬ ইতিহাস – হেরোডেটাস
✬ আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
✬ ইসলামের ইতিহাস – আল–মাসুদি
✬ ভূগোল – ইরাটস স্থনিস
✬ খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
✬ আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
✬ আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি

অর্থনীতি ও ব্যবস্থাপনা

✬ ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
✬ ব্যবস্থাপনা – পিটার ড্রকার
✬ অর্থনীতি – এডাম স্মিথ
✬ আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
✬ আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ

রাষ্ট্রবিজ্ঞান

✬ গণতন্ত্র – এরিস্টটল
✬ আধুনিক গণতন্ত্র – জন লক
✬ আমলাতন্ত্র – মাক্স বেবার
✬ আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
✬ রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
✬ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো ম্যাকেয়াভেলি
✬ বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
✬ ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল

ধর্ম ও তত্ত্ব

✬ ইহুদি ধর্ম – মর্স
✬ ফ্যাসিজম – মুসলিনি
✬ কম্যুনিজম – কার্ল মার্ক্স
✬ মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
✬ ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
✬ বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
✬ অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
✬ দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ

জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা

✬ মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
✬ কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
✬ মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
✬ সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
✬ গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
✬ ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
✬ ফুটবল – এবনেজার মরলে
✬ বিজ্ঞান – থ্যালিস
✬ আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
✬ প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
✬ স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
✬ আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
✬ সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
✬ সমাজ কর্ম – জন এডামস



সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

✬প্রশ্ন: “বেইল আউট” শব্দটি কিসের সাথে জড়িত?
উত্তর: অর্থনীতি।

✬প্রশ্ন: Blue chip শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর: শেয়ার বাজারে।

✬প্রশ্ন: কে ট্রেজারী বিল ক্রয় করতে পারেন?
উত্তর: বানিজ্যিক ব্যাংক।

✬প্রশ্ন: কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
উত্তর: ইসলামী ব্যাংক।

✬প্রশ্ন: ট্যাক্স হলিডে কি?
উত্তর: সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা।

✬প্রশ্ন: ডি ম্যাট কি?
উত্তর: শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।

✬প্রশ্ন: প্রত্যক্ষ কর কোনটি?
উত্তর: আয়কর।

✬প্রশ্ন: বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
উত্তর: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডনে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
উত্তর: বেক্সিমকো ফার্মা ।

✬প্রশ্ন: বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে?
উত্তর: ২টি।

✬প্রশ্ন: শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?
উত্তর: অর্থ বাজার ।

✬প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর: ১৯৯১ সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তর: তৈরি পোষাক ।

✬প্রশ্ন: বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর: জনতা ব্যাংক ।

✬প্রশ্ন: ব্যাংক অর্থের প্রধান উৎস কি?
উত্তর: আমানত।

✬প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৬টি।

✬প্রশ্ন: সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর: ৬০ ভাগ।

✬প্রশ্ন: ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: সাতক্ষীরা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় ?
উত্তর: ১৮৪০ সালে।

✬প্রশ্ন: গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তর: ৯ বর্গ কিলোমিটার ।

✬প্রশ্ন: অভিষেক ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন?
উত্তর: বাংলাদেশের মোঃ আশরাফুল ।

✬প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
উত্তর: বান্দরবান।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন?
উত্তর: অলক কাপালী ।

✬প্রশ্ন: ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাটকরতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
উত্তর: আবুল হাসান রাজু ।

✬প্রশ্ন: অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
উত্তর: সোহাগ গাজী ।

✬প্রশ্ন: বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
উত্তর: ১০ম ।

✬প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পক অংশগ্রহন করে?
উত্তর: ১৯৮৪সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
উত্তর: ভৈরব।

✬প্রশ্ন: বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
উত্তর: লসএঞ্জেলেস।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তর: ১৯৯৯সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
উত্তর: ব্রজেন দাস ।

✬প্রশ্ন: বিশ্বকাপে ক্রিকেটে প্রথম কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করে?
উত্তর: স্কটল্যান্ড।

✬প্রশ্ন: ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
উত্তর: ২০০০ সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে?
উত্তর: ১০ নভেম্বর,২০০০সালে।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর ।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়?
উত্তর: ২১ ফেব্রুয়ারী ।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়?
উত্তর: ২৬ মার্চ।

✬প্রশ্ন: কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়?
উত্তর: ২১ নভেম্বর।

✬প্রশ্ন: কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনা করা হয়েছে?
উত্তর: ১ডিসেম্বর।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়?
উত্তর: ১৫ই আগষ্ট ।

✬প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭ মার্চ ১৯২০ খৃঃ

✬প্রশ্ন: বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
উত্তর: নেত্রকোনা।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: চাকমা।

✬প্রশ্ন: ‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর: বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: ৮ই মার্চ।

✬প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি।

✬প্রশ্ন: প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
উত্তর: বরিশাল।

✬প্রশ্ন: চাকমা গ্রামের প্রধান কে?
উত্তর: কার্বারী।

✬প্রশ্ন: চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: রাজা।

✬প্রশ্ন: ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত?
উত্তর: মঙ্গোলীয়।

✬প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে কোন উপজাতি?
উত্তর: চাকমা।

✬প্রশ্ন: হাজংদের অধিবাস কোথায়?
উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা ।

✬প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তর: সিলেট।

✬প্রশ্ন: বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উত্তর: টোডা উপজাতি ।

✬প্রশ্ন: শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মানবেন্দ্র নারায়ণ লারমা ।

✬প্রশ্ন: ইসলামাবাদ কার পূর্ব নাম?
উত্তর: চট্টগ্রামের।

✬প্রশ্ন: কুমিল্লার পূর্ব নাম?
উত্তর: ত্রিপুরা।

✬প্রশ্ন: নোয়াখালি জেলার পূর্ব নাম কি?
উত্তর: সুধারাম।

  বাংলা সাহিত্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: “সারদামঙ্গল” কোন যুগের কাব্য গ্রন্থ?
উত্তর: আধুনিক যুগের।

✬প্রশ্ন: বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।

✬প্রশ্ন: বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তর: ১৪টি।

✬প্রশ্ন: বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।

✬প্রশ্ন: “নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?
উত্তর: দীনবন্ধু মিত্র।

✬প্রশ্ন: “নীল দর্পন” কোন ধরনের রচনা ?
উত্তর: নাটক।

✬প্রশ্ন: “নীল দর্পণ” ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উত্তর: বেতাল পঞ্চবিংশতি।

✬প্রশ্ন: “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি?
উত্তর: অমিত্রাক্ষর।

✬প্রশ্ন: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য ?
উত্তর: দুই যুগের মিলনকারী।

✬প্রশ্ন: “ঠক চাচা” চরিত্র টি কোন উপন্যাসের লেখা?
উত্তর: আলালের ঘরে দুলাল।

✬প্রশ্ন: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তর: দিগদর্শন।

✬প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী।

✬প্রশ্ন: “শকুন্তলা” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

✬প্রশ্ন: “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?
উত্তর: সনেটের প্রবর্তন।

✬প্রশ্ন: কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কার রচনা ?
উত্তর: মীর মোশাররফ হোসেন।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা ?
উত্তর: উপন্যাস।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন যুগের গ্রন্থ?
উত্তর: আধুনিক।

✬প্রশ্ন: বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

✬প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?
উত্তর: ভ্রান্তিবিলাস।

✬প্রশ্ন: বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?
উত্তর: উনিশ শতকে।

✬প্রশ্ন: “বুড় শালিকের ঘাড়ে রোঁ” কোন জাতীয় শিল্পকর্ম ?
উত্তর: প্রহসন।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে ?
উত্তর: ১৮০১ সালে।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে কে বাংলা ভাষার চর্চা করতেন?
উত্তর: রামরাম বসু।

✬প্রশ্ন: “সবুজপত্র” কে সম্পাদনা করেন?
উত্তর: প্রমথ চৌধুরী।

✬প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

✬প্রশ্ন: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র।

✬প্রশ্ন: “বীরবলের হালখাতা” গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ।

✬প্রশ্ন: শামসুর রাহমানের আত্মজীবনী কি?
উত্তর: কালের ধুলোয় লেখা।

✬প্রশ্ন: রবিন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৯১৯ সালে।

✬প্রশ্ন: কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: বিরহবিলাপ।

✬প্রশ্ন: “সেজুতি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

✬প্রশ্ন: “ময়নামতির চর” কাব্যগ্রন্থ টি কে লিখেছেন ?
উত্তর: বন্দে আলী মিয়া।

✬প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ঝরা পালক।

✬প্রশ্ন: ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে?
উত্তর: ১৯২৬সালে।

✬প্রশ্ন: “The Field of Embroidered Quilt” কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ ?
উত্তর: নকশি কাঁথার মাঠ।

✬প্রশ্ন: “শকুন্তলা” কে অনুবাদ করেন ?
উত্তর:বিদ্যাসাগর।

✬প্রশ্ন: “অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।

✬প্রশ্ন: কে যুগ সন্ধিক্ষণের কবি?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
উত্তর: মনসামঙ্গল।

✬প্রশ্ন: কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত ?
উত্তর: মনসা দেবী।

✬প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: কানাহরি দত্ত।

✬প্রশ্ন: “ভাঁড়ুদত্ত” কোন কাব্যের চরিত্র ?
উত্তর: চণ্ডীমঙ্গল।
✬প্রশ্ন: কোন দুজন আরাকান রাজসভার কবি ?
উত্তর: মহাকবি আলাওল ও দৌলত কাজী।

✬প্রশ্ন: সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তর: দৌলত কাজী।

✬প্রশ্ন: “গুল-ই-বকাওলী” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ইজ্জাতুলা।

✬প্রশ্ন: বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে ?
উত্তর: মধ্যযুগে।

✬প্রশ্ন: রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।

✬প্রশ্ন: “লাইলী-মজনু” কাব্যটির অনুবাদক কে?
উত্তর: দৌলত উজির বাহরাম খান।

✬প্রশ্ন: পদাবলীর প্রথম কবি কে ?
উত্তর: বিদ্যাপতি।

✬প্রশ্ন: “মুর্দা ফকির” চরিত্রটি কোন গ্রন্থের?
উত্তর: কবর।

✬প্রশ্ন: “এলেবেলে” বইটি কার লেখা?
উত্তর: হুমায়ূন আহমেদ।

✬প্রশ্ন: প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।

✬প্রশ্ন: শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য কোনটি?
উত্তর: ইউসুফ-জোলেখা।



কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান

✬প্রশ্ন: কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর: হাওয়ার্ড এ্যাইকিন।

✬প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তর: Rom

✬প্রশ্ন: কম্পিউটারে কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা।

✬প্রশ্ন: কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।

✬প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তর: গননাকারী যন্ত্র।

✬প্রশ্ন: ই-মেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল।

✬প্রশ্ন: কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর: মাইক্রো প্রসেসর।

✬প্রশ্ন: কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তর: হার্ডওয়্যার।

✬প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর: বিল গেটস।

✬প্রশ্ন: কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তর: Basic Input-Output System

✬প্রশ্ন: কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড।

✬প্রশ্ন: কম্পিউটার র‍্যাম কি?
উত্তর: স্মৃতিশক্তি।

✬প্রশ্ন: কম্পিউটারের এই ‘#’ চিহ্ন কে কি বলে?
উত্তর: হ্যাস চিহ্ন।

✬প্রশ্ন: Net অর্থ কি?
উত্তর: জাল।

✬প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।

✬প্রশ্ন: অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট।

✬প্রশ্ন: কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?
উত্তর: স্বপ্ন দেখা।

✬প্রশ্ন: মাউস ক্লিক বলতে কি বুঝায়?
উত্তর: মাউসের বাম বোতামে চাপা।

কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান

✬প্রশ্ন: কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: Compute শব্দ থেকে।

✬প্রশ্ন: কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তর: ৩ ধরনের।

✬প্রশ্ন: পাওয়ার-পয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তর: প্রেজেনটেশন।

✬প্রশ্ন: কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?
উত্তর: পেনড্রাইভ।

✬প্রশ্ন: কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর: বিজয়।

✬প্রশ্ন: তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
উত্তর: ডাক বিভাগ।

✬প্রশ্ন: অপারেটিং সিষ্টেম হচ্ছে-
উত্তর: মানুষের মস্তিস্কের বুদ্ধি।

✬প্রশ্ন: Find কমান্ড থাকে কোন মেনুতে?
উত্তর: Edit

✬প্রশ্ন: অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
উত্তর: ফন্ট ডায়লগ বক্সে।

✬প্রশ্ন: মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার-
উত্তর: প্রাণ।

✬প্রশ্ন: কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে-
উত্তর: কম।

✬প্রশ্ন: কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
উত্তর: সফটওয়্যার।

✬প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড।

✬প্রশ্ন: কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর: সফ্টওয়্যার।

✬প্রশ্ন: কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তর: তথ্য বা ডাটা।

✬প্রশ্ন: কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তর: নির্দেশ অনুযায়ী।

✬প্রশ্ন: কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?
উত্তর: নিজস্ব ভাষা।

✬প্রশ্ন: কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
উত্তর: স্ক্যানার।

✬প্রশ্ন: সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
উত্তর: সুপার কম্পিউটার।

✬প্রশ্ন: কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?
উত্তর: মানুষের।

✬প্রশ্ন: শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত?
উত্তর: গণনার।

✬প্রশ্ন: কার্সর (Cursor) কি?
উত্তর: আলোক রেখা।

✬প্রশ্ন: উইন্ডোজ আসলে কিসের মতো?
উত্তর: খোলা জানালা।

✬প্রশ্ন: অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: ডিলিট বা ব্যাকস্পেস।

✬প্রশ্ন: কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?
উত্তর: ফ্রেড কোহেন।

✬প্রশ্ন: ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?
উত্তর: ম্যাক্রো ভাইরাস।

✬প্রশ্ন: মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়?
উত্তর: ইদুরের মত।

✬প্রশ্ন: ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন?
উত্তর: ফাইল মেনু।

✬প্রশ্ন: কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-
উত্তর: ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।

✬প্রশ্ন: ইনপুট ডিভাইস কোনটি?
উত্তর: কিবোর্ড।

✬প্রশ্ন: 0-09 পর্যন্ত Key গুলোর নাম কি?
উত্তর: Numeric key.

✬প্রশ্ন: কোনটি স্পেশাল Key?
উত্তর: Space bar

✬প্রশ্ন: MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
উত্তর: Ctrl+A

✬প্রশ্ন: LAN এর পূর্ণ নাম লিখ?
উত্তর: Local Area Network

✬প্রশ্ন: WWW এর পূর্ণ নাম লিখ?
উত্তর: World Wide Web

✬প্রশ্ন: Save কোন মেনুতে রয়েছে?
উত্তর: File মেনুতে ।

✬প্রশ্ন: মেনুবারে কয়টি মেনু আছে।
উত্তর: ৯টি।

✬প্রশ্ন: Save এর সর্টকাট কমান্ড লিখ।
উত্তর: Ctrl+S

✬প্রশ্ন: MS word-এ Symbol কোন মেনুতে আছে?
উত্তর: Insert

✬প্রশ্ন: File অর্থ কি?
উত্তর: নথিপত্র।

✬প্রশ্ন: Data Processing কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার।

✬প্রশ্ন: জ্জ্ব কিভাবে লিখতে হয়?
উত্তর: জ্ জ্ ব

✬প্রশ্ন: IBM PC প্রথম বাজারে আসে-
উত্তর: ১৯৮১ সালে।

✬প্রশ্ন: মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে-
উত্তর: ১৯৯২ সালে।

✬প্রশ্ন: Apple Computer কত সালে বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।

✬প্রশ্ন: MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File

✬প্রশ্ন: পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File

✬প্রশ্ন: Save অর্থ কি?
উত্তর: সংরক্ষণ করা।

✬প্রশ্ন: ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?
উত্তর: বড় হাতের লেখার জন্য।

✬প্রশ্ন: কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি?
উত্তর: ৪টি।

✬প্রশ্ন: কিবোর্ডে কয়টি Alt Key আছে?
উত্তর: ২টি।

✬প্রশ্ন: কিবোর্ডে Windos Key কয়টি?
উত্তর: ২টি।

✬প্রশ্ন: কিবোর্ডে ESC কয়টি?
উত্তর: ১টি।

✬প্রশ্ন: কিবোর্ডে Home Key কয়টি?
উত্তর: ১টি।

✬প্রশ্ন: কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
উত্তর: মাইক্রো কম্পিউটার।

✬প্রশ্ন: অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর: পুরো কম্পিউটার সিষ্টেম।

✬প্রশ্ন: ইউপিএস কত প্রকার?
উত্তর: ২ প্রকার।

✬প্রশ্ন: এইচটিএমএল একটি-
উত্তর: প্রোগ্রাম।

✬প্রশ্ন: কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?
উত্তর: বার্নার্স লী।

✬প্রশ্ন: শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম?
উত্তর: বেসিক প্রোগ্রাম।

✬প্রশ্ন: কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
উত্তর: সি

✬প্রশ্ন: ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ।

✬প্রশ্ন: ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?
উত্তর: বিট।

✬প্রশ্ন: কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?
উত্তর: ইনপুট ডিভাইস।

✬প্রশ্ন: LCD (Liquid Crystal Display) এর জনক কে?
উত্তর: সুইস পদার্থবিদ মার্টিন সাউট।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: পিপীলিকা।

✬প্রশ্ন: মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল ১৯৭৩সালে।

✬প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে?
উত্তর: ন্যানো সেকেন্ড।

✬প্রশ্ন: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
উত্তর: গণিতবিদ।

✬প্রশ্ন: চ্যাট (Chat) অর্থ কি?
উত্তর: খোশগল্প করা।

✬প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।

✬প্রশ্ন: নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?
উত্তর: কীবোর্ডের ডান দিকে।

✬প্রশ্ন: সফটওয়্যার এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর: মনিটর।

✬প্রশ্ন: ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চুড়ান্ত নির্দেশ হল-
উত্তর: Copy

✬প্রশ্ন: একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
উত্তর: ডেটাবেজ।

✬প্রশ্ন: পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়?
উত্তর: প্রেজেন্টেশন।

✬প্রশ্ন: কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
উত্তর: এম.এস.এক্সেল।

✬প্রশ্ন: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তর: লেজার প্রিন্টার।

✬প্রশ্ন: কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী?
উত্তর: ইন্টেল।

✬প্রশ্ন: BOL কি?
উত্তর: Bangladesh Online Limited.

✬প্রশ্ন: অপারেটিং সিস্টেম হচ্ছে।
উত্তর: মানুষের মসিত্মস্কের বুদ্ধি।

✬প্রশ্ন: Find কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: Edit মেনুতে।

✬প্রশ্ন: কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?
উত্তর: File মেনুর Close কমান্ড দিলে।

✬প্রশ্ন: নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি?
উত্তর: ছবি আঁকা।

✬প্রশ্ন: উইন্ডোজ -৯৫ কত সালে বাজারে এসেছিল?
উত্তর: ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।


প্রযুক্তি সম্পর্কে ১০০টি তথ্য জানুন :

১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
৪. তথ্য = উপাত্ত + প্রেক্ষিত + অর্থ
৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬. ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি

১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫. দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে

২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪. ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭. টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮. “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯. The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে

৩০. Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১. বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২. বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩. কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪. বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫. EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭. IT+Entertainment = Xbox
৩৮. IT+Telecommunication = iPod
৩৯. IT+Consumer Electronics= Vaio

৪০. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২. রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩. PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫. নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬. মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭. চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮. MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯. UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত

৫০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১. ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
৫২. হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩. আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৫৪. Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫. Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬. এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭. Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮. রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯. বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)

৬০. বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১. GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২. পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩. অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪. Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫. ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬. যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭. ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮. Bandwidth মাপা হয় – bps এ
৬৯. ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps

৭০. ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১. ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২. ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

✬প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।

✬প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

✬প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।

✬প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে।

✬প্রশ্ন: ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।

✬প্রশ্ন: দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।

✬প্রশ্ন: জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?
উত্তর : হনসু।

✬প্রশ্ন: দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কী?
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।

✬প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে।

আরো পড়ুন ➢ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান – সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আন্তর্জাতিক বিষয়াবলী

✬প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?
উত্তর : জর্জ হ্যারিসন।

✬প্রশ্ন: চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উত্তর : রোম শহরকে।

✬প্রশ্ন: এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে।

✬প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি।

✬প্রশ্ন: সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর : ১৯৫৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি।

✬প্রশ্ন: বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে।

✬প্রশ্ন: WWW মানে কি?
উত্তর : World Wide Web

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি জেলাকে।

✬প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২১ সালে।

✬প্রশ্ন: ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ।

✬প্রশ্ন: সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে।

✬প্রশ্ন: মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়।

✬প্রশ্ন: কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কী?
উত্তর : ভেঙ্গি ভ্যালি।

✬প্রশ্ন: রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।

✬প্রশ্ন: পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান জেলাকে।

✬প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : রিচার্ড নিক্সন।

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।

✬প্রশ্ন: বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে?
উত্তর : সুন্দরবনকে

✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।

✬প্রশ্ন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।

✬প্রশ্ন: আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে।

✬প্রশ্ন: ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার।

✬প্রশ্ন: ওকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর : জাপান।

✬প্রশ্ন: আগুনের দ্বীপ বলা হয় কাকে?
উত্তর : আইসল্যান্ড দ্বীপকে।

✬প্রশ্ন: ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা।

✬প্রশ্ন: শিকাগো শহরকে কি বলা হয়?
উত্তর : বাতাসের শহর।

✬প্রশ্ন: আধুনিক শিক্ষার জনক কে?
উত্তর : সক্রেটিস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী কে?
উত্তর : নিশাত মজুমদার।

✬প্রশ্ন: পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ।

✬প্রশ্ন: গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : সীতাকুণ্ড।

✬প্রশ্ন: বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের আমাজান বলা কাকে?
উত্তর : সিলেটের রাতারগুল বনকে।

✬প্রশ্ন: কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত?
উত্তর : বাংলাদেশ।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান।

✬প্রশ্ন: বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

✬প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।

✬প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।

✬প্রশ্ন: ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট।

✬প্রশ্ন: ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম।

✬প্রশ্ন: গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

✬প্রশ্ন: প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
উত্তর : সিলেটের জাফলংকে।

✬প্রশ্ন: মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার।

✬প্রশ্ন: এনাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।

✬প্রশ্ন: সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি।

✬প্রশ্ন: আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।

✬প্রশ্ন: নিষিদ্ধ শহর বলা হয় কাকে?
উত্তর : তিব্বতকে

✬প্রশ্ন: মুক্তার দেশ বলা হয় কাকে?
উত্তর : কিউবা।

✬প্রশ্ন: ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।

✬প্রশ্ন: ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।

✬প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়।

✬প্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।

✬প্রশ্ন: ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার

✬প্রশ্ন: ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য।

✬প্রশ্ন: নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।

✬প্রশ্ন: মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে।

✬প্রশ্ন: হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে।

✬প্রশ্ন: আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।

✬প্রশ্ন: কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে।

✬প্রশ্ন: ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি।

✬প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রামকে

✬প্রশ্ন: বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার।

✬প্রশ্ন: বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল।

✬প্রশ্ন: সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে।

✬প্রশ্ন: বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ভোলা জেলাকে

জ্যামিতি বিষয়ক সাধারণ জ্ঞান

৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জ্যামিতির হ্যান্ডনোট
📝 বৃত্ত কাকে বলে?
উত্তরঃ একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।

📝 বৃত্তের পরিধি কি?
উত্তরঃ একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দুর চলার পথকে পরিধি বলে । বৃত্তের পরিধি বের করার সূত্র:-
পরিধি=2πr

📝 বৃত্তের পরিসীমা কি?
উত্তরঃ দুই মাত্রা বা পরিসরের একটি আকৃতির চারপাশের পথের মোট দৈর্ঘ্য। বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে পরিধি বলা হয়।

📝ব্যাস কি?
উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে।

📝 ত্রিভুজের পরিসীমা কি?
উত্তরঃ ত্রিভুজের পরিসীমা হলো এর তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি

📝 প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
উত্তরঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটকোণকে প্রবৃদ্ধি কোণ বলে। মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

📝 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজ একইসাথে সমকোণী ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজ তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

◻️তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

◻️কোণ:- যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়।

◻️একটি বদ্ধ বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।

◻️এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।

◻️যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

◻️যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।

◻️চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে।


◻️কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকেবিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিতরেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলা হয়।

◻️বিষমবাহু ত্রিভুজ:- যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।









বিশেষ নোটসঃ

জ্যামিতির সকল সংজ্ঞা | All definitions of geometry

***স্থান কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ঐ বস্তুর স্থান বলে।

***রশ্মি কাকে বলে?
উত্তরঃ যদি কোন রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছেমত বাড়ানো যায়,তবে তাকে রশ্মি (Ray)বলে।

***বিন্দু কাকে বলে?
উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে।বিন্দুকে শূণ্য মাত্রার সত্তা ধরা হয়।
অথবা, যার শুধুঅবস্থান আছেকিন্তুদৈর্ঘ্য,প্রস্থ ওবেধ বা উচ্চতাকিছুই নেই তাকেবিন্দু বলে।

**রেখা কাকে বলে?
উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু ,প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (line)বলে।রেখার কোন প্রান্ত বিন্দু নেই,তাই রেখাকে ইচ্ছামত উভয় দিকে বাড়ানো যায়।

**রেখাংশ কাকে বলে?
উত্তরঃ প্রকৃতপক্ষে রেখা হল কতগুলো বিন্দুর সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ (Parts of line)বলে

**তল কাকে বলে?
উত্তরঃ যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই তাকে তল বলে। অথবা, ঘন বস্তুর উপরিভাগকে তল বলে।

**কোণ কাকে বলে?
উত্তরঃ দুটি বাহু পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে কোনার মত যে চিত্র পাওয়া যায় তাকে কোণ বলে।

**লম্ব কাকে বলে?
উত্তরঃ একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর ৯০০ বা সমকোণ হলে, সমকণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব।

অন্যান্য জ্যামিতিক সংজ্ঞা সমূহ নিচে দেওয়া হলোঃ

১। সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।

২। সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=90

৩। স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।

৪। প্রবৃদ্ধকোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ।

৫। সরলকোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা 180

৬। বিপ্রতীপকোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকেতার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।

৭। সম্পূরককোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি 180 বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৮। পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 হলেএকটিকেঅপরটির পূরক কোণ বলে।

৯। একান্তরকোণ: দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।

১০। অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।

১১। সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

১২। ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।

১৩। সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(90 0 ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।

১৪। স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে। কোণ ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না।

১৫। সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।

১৬।লম্বকেন্দ্র(orthocente): লম্বকেন্দ্র ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter)

১৭। পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

১৮। পরিকেন্দ্র: পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।

১৯। চতুর্ভুজ: চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে। বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।চিত্রে কখগঘ একটি চতুর্ভুজ।

২০। কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।

২১। চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।

২২। সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়) , তাকে সামান্তরিক বলে।

২৩। আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।

২৪। বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।

২৫। রম্বসঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়।

২৬। ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান।

২৭। বহুভুজ: (কারনঃ সরলরেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয় (কারনঃ বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয় (কারনঃ সীমাবদ্ধ নয়) যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।

বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে ।

২৮। গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে ।

২৯। প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে ।

৩০। সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে ।

৩১। ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে ।

৩২। অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।

৩৩। পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।

৩৪। ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু । ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।

৩৫। লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।

৩৬। সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায় । সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায় ।

৩৭। বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে ।

৩৮। স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয় ।

৩৯। সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয় ।

৪০। আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে ।

৪১। ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে ।

৪২। কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে।

৪৩। সিলিন্ডার বা বেলুনঃএকটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে ।


Hand Notes By Sajal Ahmed, Email: sajalofficialmail@gmail.com, instagram: saj.of, Fb: FB






সজল আহমেদ এর হ্যান্ডনোটঃ ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সজল আহমেদ এর হ্যান্ডনোটঃ ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Reviewed by Mad Max on ৬:৪৩ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.