ছেলেরা কি মেয়েদের চেয়ে সুখী?
লিখেছেনঃ সজল আহমেদ
“ মেয়েরা এই কষ্টে থাকে ঐ কষ্টে থাকে ” বলে যেসব মানুষরা হেদিয়ে পরেন তাদের জন্য বলা, ভাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ঐরকম তিনগুণ কষ্ট ছেলেরা কবর দেয় প্রতি মিনিটে ৷ মেয়েদের পরিবারের বাইরে শুভাকাঙ্খীর অভাব নাই পৃথিবীতে, কিন্তু একটা ছেলের শুভাকাঙ্খী কেবল তার পরিবার । বাবা মৃত্যুর পর একটা ছেলে তার স্বরূপ টের পায়৷ ওদিকে পিতা মৃত্যুর শোকটি ছাড়া তেমন কোন কিছুই মেয়েদের হয় না।
আমি নারীবিদ্বেষী নয়, তবে কম্পেয়ারিজনের বেলায় আমি এটুকু টের পাই — আমার বয়সী মেয়েদের চেয়ে আমার কষ্টের ভার অনেক বেশি! আমার ক্লাসমেট কাউকে পরিবারের জন্য খাটতে দেখিনাই উপরন্তু মেট্রিক লেভেলের পরে তাদের সুখশান্তির সংসার হইছে, স্বামী পেটে বাচ্চাও দিছে। তারা কেউকেউ স্বামীকে পরিচালনাও করতেছে কঠোর হস্তে। এই হিসাব পার্সেন্টেজে ৯০ শতাংশ৷ তাও আমি ৩০ পার্সেন্ট বাদ যদি দেই তাও ৭০% মেয়েরা সুখে থাকে যেখানে কিনা ১০০% পুরুষই প্রতিদিন তাঁর পরিবার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে যায়৷
২০১৩ তে ১৬০ টি রাষ্ট্রের ওপর চালানো একটি সমীক্ষায় ক্যারল গ্রাহাম [Carol Graham] (যিনি একজন নারী ) আর সৌম্য চট্টোপাধ্যায় দেখেন যে, মেয়েদের জীবন ছেলেদের তুলনায় অনেক সুখের হয় [ আর্টিকেলটি এখানে ] ৷ তাঁরা যতই কাঁদুক না কেন, কাঁদতে কাঁদতে চোখের জল শুকায় ফেললেও তাঁরা জীবনেও না কাঁদা পুরুষটার চেয়ে অনেক সুখে থাকে।
নিউমর্স রিপোর্টের ব্রেইন গবেষণার একটি রিপোর্টেও এই একই তথ্য দেয়া হয়েছে, মেয়েরা পুরুষদের চেয়ে বেশি সুখে থাকে। আমি এতকিছু টানলাম এজন্য যে, কেউ যেন আমাকে নারী বিদ্বেষী না ভাবেন। এত প্রমাণের বোচকা এজন্যই টেনেছি৷ একইসাথে ছেলেদের সাথে মেয়েদের দুঃখকষ্টের কম্পেয়ার করা দেখতে দেখতে ব্যোর হওয়ার কারণেও এতকিছু লিখে নিয়েছি৷ ও আরেকটা কথা, আমি কিন্তু সুখে আছি— মাশাআল্লাহ্!
কোন মন্তব্য নেই:
Good books