রাধারমণ রায়ের কমিকস সমগ্র PDF DOWNLOAD

 

                                                                                ডাউনলোড করুন


এই গল্পের সমস্ত অলঙ্করন করেছেন......... হ্যাঁ ঠিক ই  ধরেছেন "সুফির" করা অলঙ্করন। .শুকতারায় এটাই গণেশ হালদারের শেষ ছোট গল্প ।





                                                                              ডাউনলোড করুন





রাধা রমণ রায়ের আর একটি বিখ্যাত উপন্যাস "মকর দ্বীপের রহসসপ্রকাশিত হয়েছিল   শুকতারায় ফাল্গুন ১৩৯৩ থেকে চৈত্র ১৩৯৪পর্যন্ত ।

আমার মনে পড়ে মায়ের কাছথেকে পয়সা চেয়ে বা টিফিনের পয়সা বাঁচিয়ে এই শুকতারা গুল কিনতাম ,আমার ছোটবেলা কেটেছে মামাবাড়ির পাসেআমরা ছিলাম প্রায় একান্নবর্তী পরিবারইন্দ্রজাল কমিকস বা শুকতারার সঙ্গে পরিচয় মামাদের টিনের তোরঙ্গ ঘেঁটে , কয়েকদিন আগে আগের বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখলাম গাছ গুলো সব কেটে ফেলে অন্য কারুর বাড়ি হচ্ছে , দুটো নারকেল গাছ একটা জাম গাছ   'বয়রা'গাছ ছিল আমার  ছোটবেলার খেলার সঙ্গী  গ্রীষ্ম কালের অনেক দুপুর গাছ গুলোতে চড়ে কাটাতাম ,সেদিন ওদের কাটতে দেখে কেমনযেন হয়ে গেলাম ।






                                                         ডাউনলোড করুন


 শুকতারায় লিখেছেন বাংলার সব যশস্বী লেখকরা , রবীন্দ্রনাথ থেকে হেমেন্দ্রকুমার সকলের লেখাই আমরা পড়েছি ,একটু পরের দিকে যাদের লেখা আমার ভালো লাগে তাঁরা হলেন রবিদাস সাহারায় , রাধারমণ রায় ,হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ ।
রবিদাস সাহারায় মারাগেছেন ৩-৪ বছর আগে প্রায় ৯০ বছর বয়সে । হরিনারায়ণ বাবু ও গত হয়েছেন অনেকদিন ।
আমাদের ভাগ্য যে  রাধারমণবাবু ৯০ ঊর্ধ্বে হলেও জীবিত আছেন । আজ  শুকতারা থেকে দিলাম  ওনার লেখা এই ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস টি। প্রথম প্রকাশ স্রাবণ ১৩৯০ অর্থাৎ জুলাই ১৯৮৩ , প্রকাশিত হয়েছিল কার্ত্তিক ১৩৯০ অবধি ।      
  


                                                        ডাউনলোড করুন


 আবার গোয়েন্দা গণেশ হালদারে ফেরাজাক আগামী কয়েকটি পোস্টে,গণেশ হালদেরের বিখ্যাত গল্প গুলি শেষ করে আনতে চলেছি "ইন্দ্রজিৎ বনাম ব্ল্যাক ডায়মন্ড" রহস্যের কমিক্স ও গল্প গুলি,অবশ্যই প্রথম প্রকাশ কিশোরে ভারতী থেকে তুলে ধরবো।




                                                         ডাউনলোড করুন





 এইবার গণেশ হালদার সুন্দরবনে , রহস্যময় এই গল্প থাকছে আজ,গল্পের সমস্ত ইলাসট্রেসন করেছেন শিল্পী দিলিপ দাস। সঙ্গে ইন্দ্রজাল প্রেমীদের জন্য একটি খারাপ খবর... গোটা ২০ ভলুম স্ক্যান করবার পর সমস্ত ডেটা ক্রাশ করে যায় ,সঙ্গে অসংখ্য স্ক্যান ও ডকুমেন্ট । এই ক্ষতি পুরন করতে একটু সময় তো লাগবেই । 



                          ডাউনলোড করুন


 
এক ফেসবুক বন্ধুর থেকে জানতে পারলাম যে রাধারমন রায় এখন থাকেন ‘রাসবিহারী এ্যভীনিউ’তে। বয়স হয়েছে ,তবে ভালো আছেন,নতুন ঠিকানা টা যোগাড় করবার চেষ্টা করছি……কারুর যানা থাকলে দয়াকরে জানাবেন ।



                         ডাউনলোড করুন

গোয়েন্দা ও গোয়েন্দা গল্প নিয়ে বন্ধু মহাস্থবির এক অসাধারন পোস্ট করে ছিল কয়েক বছর  আগে ,ব্যোমকেশ,ফেলুদা,কিরীটী,পরাশর বর্মা,জয়ন্ত মানিক,দিপক চ্যাটার্জি, তো ছিলই তা ছাড়া  ওঁর পোস্ট দেখে নতুন গোয়েন্দা ‘মেঘনাদকে’ নিয়ে আগে পোস্ট করেছি । এখন ঘনাদা গ্যালারির বন্ধুরা নতুন ব্লগ ‘মনোরঞ্জন মিউজিয়াম’ এ গোয়েন্দা ‘হুকাকসি’কে নিয়ে পোস্ট করছেন ।
আসুন আজ রাধারমণ রায়ের’ গোয়েন্দা ‘গণেশ হালদেরের’ সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই... সকলেই জানেন শুকতারা শেষ ৬৮ বছর ধরে আমাদের উপহার দিয়ে আসছে বাংলার সব মনী মুক্ত , লিখেছেন সব যশস্বী লেখকেরা । রবীন্দ্রনাথ থেকে সুনীল গাঙ্গুলি ...কে না লিখেছেন ?
রাধারমণ রায়ের সম্বন্ধে খুব একটা বেশি যানা নেই !  তবে ৭০-৯০ দশকের গোড়া অবধি  শুকতারায় নিয়মিত লিখতেন । লিখেছেন অসাধারন সব গোয়েন্দা গল্প, পৌষ ১৩৮২(১৯৭৫) তে প্রথম ‘গণেশ হালদেরের’ গল্প , শেষ গল্প পাওয়া যায় ফাল্গুন ১৪০১(১৯৯৪) এ। আছে ‘মকর দ্বীপের রহস্য’ ও ‘কালাপানি রহস্য’ দুটি  বড় গোয়েন্দা উপন্যাস ।  





রাধারমণ রায়ের কমিকস সমগ্র PDF DOWNLOAD রাধারমণ রায়ের কমিকস সমগ্র PDF DOWNLOAD Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১০:৫৪ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.