বুক রিভিউঃ ক্যালকাটায় নবকুমার



বুক রিভিউ:

বই: ক্যালকাটায় নবকুমার

লেখক: সমরেশ মজুমদার।

রিভিউয়ারঃ মুহাম্মদ আশফাক উদ্দিন 

ডাউনলোড লিংকঃ ক্লিক করুন

বঙ্কিমচন্দ্র পুরষ্কার পাওয়া বই, কৌতূহল বশতই পড়তে শুরু করেছিলাম, খারাপ লাগেনি পড়তে।


গ্রামের সহজ-সরল ছেলে নবকুমার  বি.এ পাশ করে গ্রামেই বেকার বসে আছে। পরীক্ষায় তেমন আহামরি ফলাফল হয়নি তার। নবকুমার বুঝেছে গ্রামে থেকে জীবিকাকে গ্র‍্যাজুয়েশনের সাথে জড়ালে যা দাঁড়ায় তা মোটেই সন্তোষজনক কিছু নয়। তাই সে কলকতা যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেখানে সে যা পাবে তাই করে নেবে অন্তত চক্ষুলজ্জা কিংবা কাজের অভাব দুটোর কোনটাই হবেনা। কলকতায় যাওয়ার সিদ্ধান্তে প্রথমদিকে পিতামাতা বাধা হয়ে দাঁড়ালেও অনিচ্ছাকৃতভাবে নবকুমারকে যেতে দেন তারা।

এরপর অল্পকিছু অর্থ নিয়ে মাস্টারদা নামের একজন পরিচিত লোকের সাথে কলকতায় পাড়ি জমায় নবকুমার।

যাত্রাপথে একটা পরিবারের সাথে তার বেশ সখ্যতা, ঝুঁকি নিয়েও সাহায্য করবার মানসিকতা এবং অল্পসময়েই ক্ষণিক মায়ার প্রতি পিছুটান নবকুমারের সরলতাকে আরো ফুটিয়ে তোলেছে।


আবার কলকতায় গিয়ে মাস্টারদার মাধ্যমে একরাত শেফালি মায়ের ঘরে অবস্থানের সুযোগ, সেখান থেকেই ভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে শেফালি মায়ের মনজয় করে তার বাড়িতে অবস্থানের স্থায়ী সুযোগ। এখানে আমি ভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে কথাটা বলার একটা সুনির্দিষ্ট কারন রয়েছে যেটা জানতে হলে উপন্যাসটা আপনাকে পুরোটা পড়তে হবে।

কলকতায় প্রথম দিন থেকে নবকুমারের ভাগ্য সবসময়ই ভালো'র অনুকূলে, যেমন, ফ্রেশার সত্ত্বেও যাত্রার প্রম্পটারে কাজ করার সুযোগ পেয়ে যাওয়া, মাইনে বৃদ্ধি এরপর হুট করে ছবিতে অভিনয়ের সুযোগ তাও একদম মূলনায়কের চরিত্রে। তবে এখান থেকেই নবকুমার কিংবা পুরো গল্পের চরাই-উতরাই শুরু। তাকে জোর করে ছবির কাজে রাজি করানো, ম্যাম অথবা বাবুদের কিং সাইজ ইগো, তাদের ক্ষমতাচর্চা এসবকিছু গল্পকে হালকা বাঁক দেয়। নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মাঝামাঝি নবকুমার এগোতে থাকে।


নবকুমার খারাপ পাড়ায় থাকতো বলে হেয় তাচ্ছিল্য করা হতো অথচ নবকুমার অবাক হয় খারাপ পাড়ার খদ্দরেরা সব ভদ্রপল্লি থেকেই আসে।

কালোকে সাদার চাদরে ঢেকে রাখার রেওয়াজ কিংবা সামাজিক মুখোশের ব্যাপারটা লেখকের সময় থেকেই ছিলো এখান থেকেই বুঝা যায়। এত সহজে এত অর্জনের পরেও নবকুমারের সরলতাকে এরিস্টোক্রেসি হুট করে ঘায়েল করতে পারেনি। এটা ভালোই ছিলো, হাঁটুজলের চুনোপুঁটি হঠাৎ করে গলা জলে নেমে গেলে শোল-বোয়ালের তোয়াক্কা করেনা, এ ব্যাপারটা নবকুমারের ক্ষেত্রে হয়নি।

গল্পটা পড়তে গিয়ে কিছু কথা একদম মনে গেঁথেছে, বেশিরভাগই কোটেশন করে রাখবার মতো। 


বি.দ্র: আমার ব্যক্তিগত পর্যালোচনা, আপনার ভিন্ন হতে পারে। Constructive criticisms are always welcome 😊


বই পড়ুন- ঘরে থাকুন, নিরাপদ থাকুন।


বুক রিভিউঃ ক্যালকাটায় নবকুমার বুক রিভিউঃ ক্যালকাটায় নবকুমার Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ৪:৫৪ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.