আক্তারুজ্জামান লেবু
নয়শ তরবারি ভেঙে আপনি জয় করেছেন একটা একটা করে আস্তে আস্তে ধীরে বীরের বর্ম বুকে প্রতিটা যুদ্ধ!তাও শেষ যুদ্ধে আপনি কিরীচে বিদ্ধ হলেন ক্ষতে হাত দিয়ে বসে পরলেন মৃত্তিকার কণাতে কণাতে রক্ত বিষম দাপুটে খেলছে চিতার বেগে কাঁপছে পৃথিবীসুদ্ধ!
এখানে বাঁচার কোন অপশন নেই জানেন; তাই বলে আগেভাগে মরে বসে আছেন?
এখানে আপনার শিখতে হচ্ছে প্রতিটা পদক্ষেপে; আপনি ক্ষেপণাস্ত্র, মিসাইল যেমন! অতএব চুপসে কেন যাচ্ছেন বারুদ বোমার মতো, ফেটে পরুন!
আপনার হৃদয় একটা গুহার মতো; যেখানে তপ্ত লাভা ভরনপোষণে পুষে ছাড়তে চাইছেন একটা স্বস্তির দীর্ঘশ্বাস!
আপনি দেখেন চোখে, পৃথিবী অনেক ছোট, কেউ বাঁচাতে আসছেনা ভেবে; এরাই মরা— মরারা কিভাবে দেবে বাঁচার আশ্বাস?
আপনাকে আমি চিনি না; তাও ফীল করি
ভালোবাসা মধ্যমাঙ্গুলে, আপনি শিখছেন — আহত পাখিদের কেউ কাছে আসেনা! কেউ পাশে বসে না, হাত ধরে আবদার করে না ;
আপনি চিনেছেন মানুষ কেমন মনের হয়; মৃত্যু সময়ে করে মরার কামনা!
আপনার প্রতিটা বিকেলে শুয়ে থাকা দেখে পুরোনো মানুষগুলো আজ আর আসেনা। কেউ আবদার করেনা জেনেও এই; আবদার শুনতে আপনার ভালোই লাগে!
তারা এখন আর ভুলেও আসে না; বন্ধু - বন্ধুর বউ ; বোনের ছেলেরা; যারা আসতো যেতো, বসতো খেতো, কাছেই ভীড়ছে না যারা আসতো অনেক আগে!
— আপনি ভাবছেন শেষ সময়ে কয়েকটি কবিতা ও একটি কবিতার বই; আপনার শূণ্যস্থান পূরণ করবে – এই অহেতুক কল্পনা আপনি কিভাবে কি করেন কে জানে! কি এসবের মানে?
লেবু, আপনি একটি নদীর মতো যেমন— পালের মতোন কখনো কাশের সমান খাড়া গাছের সাথে হওয়া কচিকাঁচা ঘাস;
পেজা তুলার মতো মেঘে সপাট বৃষ্টির তান ঐক্যবদ্ধ মেঘের নিচে সজীব আকাশ
আপনার বিরহ আমরা সহ্য করতে পারবো না; লেবু, ঈশ্বরের সাথে নয়শ তরবারীর চ্যালেঞ্জ — আপনাকে আমরা দল হতে ছাড়বো না।

কোন মন্তব্য নেই:
Good books