বুক রিভিউ: শেষ অধ্যায় নেই



বুক রিভিউ

বই: শেষ অধ্যায় নেই

লেখক: সাদাত হোসাইন

প্রকাশক: অন্যধারা

মুদ্রিত মূল্য: ৪০০/=

পৃষ্ঠা সংখ্যা: ২১৬

প্রচ্ছদ: সাদাত হোসাইন


শফিক শাহরিয়ার একজন সফল লেখক। কোনো বই প্রকাশের আগেই প্রকাশকের ভেতর টানাহেঁচড়া শুরু হয়ে যায়, প্রি-অর্ডার নিয়ে পাঠকের ভেতর প্রতিযোগিতা চলে। এবার এই উন্মাদনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। বেশ আগে থেকে প্রচারণা চলেছে, সেই সাথে আগুনে ঘি ঢেলে দিয়েছে সিনেমা বানানোর ঘোষণা। সবমিলিয়ে বইটা হতে যাচ্ছে তার জীবনের অন্যতম মাইলফলক।


চা বাগানের নির্জনে এসেছেন বইটা শেষ করার জন্য। তবে এখানকার লোকজন কেন যেন তাকে সহজভাবে মেনে নিতে পারছে না। রাতে হুটহাট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, উল্টোপাল্টা সময়ে রহস্যময়ভাবে গীর্জার ঘন্টা বাজছে। সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে।


এমনিতেই ব্যক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে আছেন। স্ত্রী নাজনীনের সাথে দ্রুত ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। সেই সাথে তৃণার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। তবে সবার আগে বইটা শেষ করা জরুরি। তাই সেদিকেই মনোনিবেশ করলেন। তবে কৌতুহলী মনের অনুসন্ধানও চলতে থাকল।


অতঃপর লেখা চলল বেশ তড়িৎগতিতে। শেষ অধ্যায় লেখার আগে আমন্ত্রণ জানালেন প্রকাশক, চলচ্চিত্র পরিচালক আর প্রকাশকদের। তবে দ্বিতীয় দিনটা কেবল স্ত্রী আর মেয়ের জন্য। কিন্তু এর ভেতরই ঘটে এক মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয় লেখক শফিক শাহরিয়ারের। কিন্তু এটা কি মৃত্যু না খুন? তদন্তে নামলেন এসআই রেজা। সন্দেহভাজনের তালিকাটাও বিশাল। চা বাগানের রহস্যময় ঘটনা ছাড়াও ব্যক্তিজীবনের বিশাল ঝামেলায় জর্জরিত শফিকের ভাগ্যে আসলে কি ঘটেছিল? শেষ অধ্যায় ব্যতীত বইটা কি আদৌ প্রকাশিত হবে? 


বেশ আগে লেখকের কিছু বই পড়া হয়েছিল। সবগুলো ছিল সামাজিক ঘরানার। এরপর রেজা সিরিজের 'ছদ্মবেশ' বইটি পড়া হয়েছে। মোটামুটি ভালোই লেগেছে। এবার 'বিবিধ'-এর গিভ অ্যাওয়েতে সিরিজের দ্বিতীয় বই 'শেষ অধ্যায় নেই' পেলাম। যেহেতু উপহার পাওয়া তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে বইটা হাতে পেয়ে।


তবে তুলনামূলক আলোচনায় গেলে বলতে হয় প্রথম বইটা বেটার ছিল। এবারের বইটা খুব একটা টানেনি। প্রথমত শুরুর দিকে বর্ণনা খুব ধীর গতিতে এগিয়েছে। যদিও প্রেক্ষাপট বেশ ইন্টারেস্টিং ছিল। নির্জন চা বাগান, গীর্জার রহস্যময় ঘন্টা, ম্যানেজারের অদ্ভুত আচরণ, লেখকের ব্যক্তিগত জটিলতা সবমিলিয়ে ব্যাপারটা আরো উপভোগ্য হত যদি না এতটা প্রলম্বিত হত।


অনুসন্ধানী চরিত্র হিসেবে রেজার অতি ভাবালুতাও কিছু জায়গায় বেমানান লেগেছে। তবে তার কার্যপদ্ধতি লেখক বেশ গুছিয়ে বর্ণনা করেছেন। এর বাইরে লেখক শফিক শাহরিয়ার, নাজনীন, তৃণা, ঋভু রায়, মহিউদ্দিন আহমেদ উক্ত চরিত্রগুলোও বেশ সপ্রতিভ ছিল। ফাদার ফ্রেডরিক চরিত্র হিসেবে বেশ ইন্টারেস্টিং, আবদুল বাতেন রহস্যময়। বইয়ের শেষ অধ্যায় না থাকার সাথে রহস্যের সংযোগটা ভালো লেগেছে। তবে শেষটা আরো আকর্ষণীয় হতে পারত।


পুরো ব্যাপারটা একটা সামাজিক গল্প হিসেবে বেশি মানানসই হত। থ্রিলার হিসেবে স্লো মনে হয়েছে। রহস্য সমাধানের চেয়ে ব্যক্তিগত টানাপোড়ন নিয়েই আলোচনা হয়েছে বেশি। তাছাড়া রহস্য সমাধানে রেজাকে আরেকটু চৌকস, বাস্তববাদী হিসেবে দেখানো হলে বোধহয় মন্দ হত না।


যেহেতু থ্রিলার পড়তে ভালোবাসি, তাই পড়ার সময় একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। কিন্তু এক্ষেত্রে সেই অনুভূতিটা থেকে বঞ্চিত হয়েছি। আশা করি সামনে রেজা আরো সপ্রতিভ, চৌকস আর বুদ্ধিদীপ্ত চরিত্র হিসেবে একটা টানটান রহস্য নিয়ে হাজির হবে।


অন্যধারার পরিবেশনা চমৎকার। তবে আমার কপিটাতে কিছু পেজ মিসিং ছিল। কভারের পেছনে করোনাকালীন সতর্কবার্তা দেখে ভালো লেগেছে।


Mahfuza Islam Shoshi আপুকে ধন্যবাদ মিসিং পেজগুলোর ছবি তুলে দেবার জন্য।♥


#হ্যাপি_রিডিং।☺

বুক রিভিউ: শেষ অধ্যায় নেই বুক রিভিউ: শেষ অধ্যায় নেই Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১১:০৩ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.