মহাভারত-এর মূল উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলি। তবে এই আখ্যানভাগের বাইরেও দর্শনও ভক্তির অধিকাংশ উপাদানই এই মহাকাব্যে সংযোজিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ – এই চার পুরুষার্থ-সংক্রান্ত একটি আলোচনা (১২।১৬১) সংযোজিত হয়েছে এই গ্রন্থে। মহাভারত-এর অন্তর্গত অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা ও উপাখ্যানগুলি হল ভগবদ্গীতা, দময়ন্তীরউপাখ্যান, রামায়ণ-এর একটি সংক্ষিপ্ত পাঠান্তর ইত্যাদি। এগুলিকে মহাভারত-রচয়িতার নিজস্ব সৃষ্টি বলে মনে করা হয়। মহাভারত-এর রচয়িতা ব্যাসদেব।
মহাভারত pdf
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
১০:৫৩ PM
Rating:
![মহাভারত pdf](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdRfcggqerQm9DVMBDb5dEYPf99OrdLqxcbKpeFUrN2YarhyM9oDq5CN3ivg1hc2lqwZ9-92GcvysbbsEuBMHqgByokCARyqDKKBwIIvKUDLmTK_6RsOWROOmVA59RyZssmnnDAq4y/s72-c/images+%25284%2529.jpg)
কোন মন্তব্য নেই:
Good books