বইপড়ুন ডট কম থেকে
সন্দেহ যেন জীবনের জলবিম্ব ! মাহিন-ফারিয়ার পাঁচ বছরের নিঃসন্তান দাম্পত্যে ওটা বেশ ভালোই প্রোথিত হয়েছে। শুরুতে সন্দেহের ব্যাপারটা অমূলক ও একতরফা থাকলেও এখন আর নেই। মাহিনের দেখাদেখি ফারিয়াও বেশ শিখে গেছে। অকারণ সন্দেহ বাতিকের পর্যায়ে পড়ে। মনোবিজ্ঞানের ভাষায় “ ওথেলো সিনড্রোম ”।
ফারিয়া বয়োজন চায় না, কোনো রকমে জোড়াতালি দিয়ে তাই সে চালিয়ে যাচ্ছিল সাধের দাম্পত্য। কিন্তু ওই মেয়েটা এসেই সব ওলটপালট করে দিল। মাহিন ওর সঙ্গে কতটা ইনভলভ্ড ফারিয়া জানে না। আর কতটা ছাড় দিলে ও ফিরবে ! আদৌ ফিরবে কি ?
এই প্রশ্নের উত্তর জানা নেই ফারিয়ার। সাহিত্যে পড়েছে ‘ডার্ক রোমান্টিসিজমের’ কথা। আর প্রেমে পড়ে, অথচ ধরে রাখতে পারে না। বরং দ্বন্দ্ব-সন্দেহের দোলাচলে ফেলে সব কেমন গুবলেই করে দেয়।
নাকি মাহিন অথেলো সিনন্ড্রোমে ভুগছে ! অজানা ভয়ে কেঁপে ওঠে ফারিয়ার বুক। বেশ ভালো না বাসুক, মাহিনকে সে মন্দ বাসে না, তাই খোয়াতে চায় না। এভাবেই নিত্যদিনের ক্রাইসিস তাড়া করে ফেরে এই গল্পের নায়িকা ফারেয়াকে।
-----------------------------
বইঃ ক্রাইসিস
লেখকঃ অরুণ কুমার বিশ্বাস
মুদ্রিত মুল্য ২৫০ টাকা
বুক রিভিইউ-ক্রাইসিস
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
১০:৫৫ PM
Rating:
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
১০:৫৫ PM
Rating:

কোন মন্তব্য নেই:
Good books