নামঃ স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার
লেখকঃ সাহাদত হোসেন খান

স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার
বুক রিভিউঃ
ছোটবেলায় আমি হীনমন্যতায় ভুগতাম এটা ভেবে যে আল্লাহ-তায়ালা খ্রিস্টানদের কত উন্নতি দিয়েছেন, আমরা মুসলিমরা কত পশ্চাৎপদ! কিন্তু ইতিহাস যে ভিন্ন কথা বলে সেটা তখন আমি জানতাম না। যখন বড় হতে থাকি ধীরে ধীরে ইসলামি স্বর্ণযুগ সম্বন্ধে জানতে শুরু করি। তখন আমার সেই বহুদিনের হীনমন্যতা কেটে যায়। আমি জানতে পারি যে মুসলিমরা একদিন বিশ্ব শাসন করেছে, ইসলামি সভ্যতাই পৃথিবীর প্রথম বৈশ্বিক সভ্যতা। জ্ঞানে-গুণে মুসলিমরাই ছিল সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু তবুও ইসলামি সভ্যতা যে ঠিক কতটা উন্নত ছিল, তা তখনো পর্যন্ত আমি আঁচ করতে পারিনি। আমি নিছকই এই বইটি পড়া শুরু করলাম। ভাবছিলাম, কী আর নতুন হবে, একটু বিস্তারিত জানা যাবে এই আর কি। কিন্তু বইটি পড়া শুরু করার সাথে সাথে আমি একটা ধাক্কা খেলাম। ইসলামি সভ্যতা উন্নত ছিল জানতাম, কিন্তু এটা যে এতটা উন্নত ছিল, সেটা আমি কল্পনাই করিনি! সত্যি বলতে আমার মনে হয়, পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামি সভ্যতার পার্থক্য কেবল ‘ইলেকট্রনিক্স’!
“স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার” বইটিতে জানতে পারবেন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের বৈপ্লবিক সব আবিষ্কার, উমাইয়া, আব্বাসীয় খেলাফতের মাহাত্ম্য, উন্নত আধুনিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা। বিজ্ঞানে মুসলমানদের অবদান যে কোনো অংশে কম নয়, এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। বইটি পড়লে আপনার কুরআন একটি আয়াত বারংবার মনে আসবে—
‘কোন কোন সময় কাফিরেরা আকাংখা করবে যে, তারা যদি মুসলিম হত!’ – সূরা আল-হিজরঃ ২
বইটি ডাউনলোড করুন এক্ষুনি—
স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার
আরো পড়ুন
কোন মন্তব্য নেই:
Good books