সর্ব প্রথম সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবী আদায়ে কার্যক্রমগুলো

 


সর্ব প্রথম সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবী আদায়ে  কার্যক্রমগুলোঃ

ক) সাংগঠনিক ভাবে ৪ এপ্রিল, ২০১৯ থেকে।

খ) "প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড সমন্বয় পরিষদ" গ্রুপ জন্ম তারিখ: ২৩ অক্টোবর ২০২১ থেকে।

ক) সাংগঠনিক ভাবে:

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯খ্রী.  ৪ এপ্রিল ২০১৯খ্রী. প্রকাশকালে প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগ যোগ্যতা স্নাতক (২য় শ্রেণি) করা হলে সঙ্গত এবং যৌক্তিক কারণেই ১০ম গ্রেড প্রদানের দাবীটি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিঃ নং  ১৫৩৬ (৯৬)/৯৩ আমাদের অন্যান্য দাবির সাথে যুক্ত করে ১০ দফা দাবী নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি:

১. জেলা ভিত্তিক সম্মানিত ডিসি মহোদয়ের মাধ্যমে  মাননীয় প্রধানমন্ত্রী এঁর নিকট স্মারকলিপি প্রদান। 

২. সম্মানিত ৮টি বিভাগীয় কমিশনার মহোদয়গণের মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী এঁর নিকট স্মারকলিপি প্রদান। 

৩. ২৪ অক্টোবর ২০২০ তারিখ সংবাদ সম্মেলন করা হয় যা ২৫ অক্টোবর ২০২০ জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। 

৪. ১৩ মার্চ ২০২১ সাবেক সচিব গোলাম হাসিবুল আলম স্যারের সঙ্গে আমাদের সংগঠনের নেতৃবৃন্দের আনুষ্ঠানিক বৈঠক এবং ১০ দফা সম্বলিত দাবির স্মারক লিপি প্রদান করি। 

৫. ৭ জানুয়ারি ২০২২খ্রী. আবারও সংবাদ সম্মেলন করি যা একুশে টিভিতে সম্প্রচারিত হয় এবং ৮ জানুয়ারী ২০২২খ্রী. দৈনিক ইত্তেফাক সহ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। 


খ) প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড সমন্বয় পরিষদঃ ২৩ অক্টোবর ২০২১

প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ অনলাইন গ্রুপ ২৩ অক্টোবর ২০২১খ্রী. জন্মের শুরু থেকে প্রাথমিক শিক্ষা  অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে সহকারী শিক্ষক ১০ম গ্রেডের দাবিটা নিয়ে এখানে কাজ শুরু করি মনের একধরণের ঐকান্তিক চাহিদা থেকে। যেহেতু সহকারী শিক্ষকরা ২০১৩ সাল থেকে চরম বৈষম্যের শিকার তাই মনে হলো সাংগঠনিক ভাবে চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যদি অন্য দিক থেকে শুধু সহকারী শিক্ষক ১০ম গ্রেডের দাবীটি ভয়েস রেইজ করতে পারি তাহলে আমাদের আন্দোলন আরোও জোরালো হবে দাবী আদায়ে সহায়ক হবে। 

১.অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের সাক্ষাৎ এবং আবেদন প্রদান 

২. মাননীয় সচিব মহোদয়ের সাক্ষাৎ এবং  আবেদন প্রদান 

৩. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আবেদন প্রদান

৪. মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর আবেদন প্রদান 

৫. সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান স্যারের সাক্ষাৎ এবং আবেদন প্রদান 

৬. বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্যদের নিকট আবেদন প্রদান 

৭. বিভিন্ন শিক্ষাবিদদের সাক্ষাৎ এবং আলোচনা 

৮. সারাদেশের উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী'র স্মারক লিপি প্রদান

৯. উপজেলা ভিত্তিক সহকারী শিক্ষকদের মানববন্ধন 

১০. ২৮ জানুয়ারি ২০২২খ্রী. সংবাদ সম্মেলন এবং পূর্ব প্রস্তুতি 

১১. মহামান্য হাইকোর্টে রীট দায়ের 

১২. ৪মে, ২০২৩খ্রী. প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি:

কর্মসূচি সফল করণে প্রায় দীর্ঘ একমাস রাত দিন প্রায়ই রাত ১টা /২ টা পর্যন্ত 

সিদ্দিক আবু বকর বগুড়া Siddique Md. Abu Bakar  , রায়হান মজুমদার কুমিল্লা Raihan Mojumder  ,মাহবুবা আক্তার বগুড়া Mahbuba Akter  , ইয়ারন চৌধুরী ফরিদপুর Yearon Chowdhury  , মাসুদুর রহমান ঢাকা Md Masudur Rahman , মোস্তাফিজুর রহমান কুমিল্লা Mostafizur Rahman , মাঝে মধ্যে মু. মাহবুবর রহমান মু. মাহবুবর রহমান  ভার্চুয়াল মিটিং এ যুক্ত হয়ে করণীয়গুলো নিয়ে আলোচনা করে কার্যক্রম পরিচালনা করেছি।

সকলের আন্তরিক সহযোগিতায় জেলা ওয়ারী যাদেরকে দায়িত্ব দিয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছি:

ঢাকা:

মু. মাসুদুর রহমান, কামরুন্নাহার, রেহানা আফরোজ ডেমরা, শাকিলা আক্তার গুলশান, দিলরুবা ইয়াসমিন তেজগাঁও, মোঃ আনোয়ার হোসেন ধামরাই

নারায়ণগঞ্জ: 

ফারহানা আক্তার, মোহাম্মদ ওমর ফারুক 

গাজীপুর:

কে এম শাহীনুর আক্তার, আতিকুল ইসলাম মিলন,  আব্দুল হামিদ মোল্লা 

মুন্সীগঞ্জ:

মুহাম্মদ তাসরিফ আহমেদ, আমেনা আক্তার 

মানিকগঞ্জ: মোহাম্মদ শেখ সাদী, শিরীন আক্তার 

টাঙ্গাইল: মোঃ জামিল বাশার Jamil Bashar , মোঃ মুন্নাফ হোসেন 

কিশোরগঞ্জঃ

মোঃ মাসুমুর রহমান , মোঃ মামুন মিয়া 

মাদারীপুরঃ মোঃ মনিরুজ্জামান, কাওছার হামিদ, মোঃ আল মামুন 

ফরিদপুরঃ

ইয়ারন চৌধুরী, ফরহাদ শেখ, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, নাসির উদ্দীন প্রিন্স NU Prince 

শরিয়তপুরঃ আফছান নাহার 

গোপালগঞ্জঃ জুয়েল মাহমুদ 

নরসিংদীঃ

মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রেজওয়ানুল ইসলাম Rezwanul Islam 

ময়মনসিংহঃ জাকির হোসেন,  হুমায়ুন কবির 

জামালপুরঃ মাহবুবুর রহমান,  শামছুন নাহার 

নেত্রকোনাঃ আবু আশরাফ মন্ডল, লিটন দেবনাথ 

শেরপুরঃ জান্নাত আরা 

দিনাজপুরঃ

সাবিকুন্নাহার, মাসরুক রোমান মন্ডল, রোকনুজ্জামান খান 

গাইবান্ধাঃ নুরুল আমিন 

কুড়িগ্রামঃ

মোঃ আবদুল মালেক , মোঃ আশরাফুল ইসলাম 

লালমনিরহাটঃ  নুর ই আলম সিদ্দিকী 

নীলফামারীঃ মোঃ মতিউর রহমান 

পঞ্চগড়ঃ মোঃ মিজানুর রহমান মিজান 

রংপুরঃ মোঃ আবদুল মজিদ 

ঠাকুরগাঁওঃ জেসমিন আক্তার 

বগুড়াঃ মাহবুবা আক্তার,  সিদ্দিক আবু বকর 

জয়পুরহাটঃ মোঃ জহুরুল ইসলাম Zahurul Islam , সাবিনা ইয়াসমিন

নওগাঁঃ 

আবুল কাশেম মুকুল, তানজিনা ইয়াসমিন, সামসুল আলম, মোঃ সাইফুল ইসলাম

পাবনাঃ মোঃ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম 

রাজশাহীঃ

মোঃ হারুন, মামুনুর রশীদ, বাবর আলী 

সিরাজগঞ্জঃ কবির মোল্লা, আব্দুল্লা আল মামুন 

নাটোরঃ স্বাধীন সোহেল 

বাগেরহাটঃ উৎপল কুমার, বদিউজ্জামাল বাদল 

চুয়াডাঙ্গাঃ সাইদুর রহমান, মাসুদ রানা 

যশোরঃ

সহিদুজ্জামান সবুজ সাহিদুজ্জামান সবুজ , হাবিবুল বাশার ফিরাজ, তাছলিমা মাহমুদ 

ঝিনাইদহঃ খন্দকার হাসানুজ্জামান 

খুলনাঃ 

গাজী মোজাহিদুল ইসলাম, শাহজাদী আরাফাত শিউল

কুষ্টিয়াঃ মোঃ সোহানুর রহমান, মৌসুমি আক্তার 

মেহেরপুরঃ মোঃ রেজাউল হক

নড়াইলঃ অখিল কুমার ভট্টাচার্য 

সাতক্ষীরাঃ হুমায়ুন কবির, রাহাত করিম

বরগুনাঃ

শাহিদা আক্তার,  ইব্রাহিম খলিল

বরিশালঃ শিরীন সায়না, শাকিলা ইসরাত, মনির হোসেন, রফিকুল ইসলাম, গোপাল চন্দ্র আইচ

ভোলাঃ সালমা বেগম, তানিয়া সুলতানা 

ঝালকাঠিঃ এন এম তৌহিদ,  

পটুয়াখালীঃ

মোঃ লিমন আনসারী, শাহনেওয়াজ আক্তার, মোঃ জসিম মৃধা,এস এম সাইফুল ইসলাম 

পিরোজপুরঃ সিফাতুল্লা 

ফেনীঃ মোঃ জাকির হোসেন,  নুর হোসেন, 

ব্রাহ্মণবাড়িয়াঃ

সুজন কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন 

চাঁদপুরঃ মোঃ রহমতুল্লাহ, ফারুকুল ইসলাম, সুমি আক্তার 

চট্টগ্রামঃ জাহেদুল আলম, মিলি লিপি 

কুমিল্লাঃ 

মোঃ মোস্তাফিজুর রহমান,  এস এম মাহাবুবুর রহমান, মোঃ রায়হান মজুমদার 

কক্সবাজারঃ 

মার্জিয়া বেগম Marjia Begam , আব্দুল্লাহ আল নোমান 

নোয়াখালীঃ সিরাজুল ইসলাম, সামছুদ্দোহা

লক্ষীপুরঃ

ফরিদ আহমেদ, আবু সুফিয়ান, মাসুদ রানা, রুহুল আমীন

বান্দরবানঃ 

আকরাম হোসেন জুয়েল Akram Hosen Jewel , নাসির উদ্দীন দস্তখির Nasiruddin Dastagir , ওমর ফারুক সুমন, পলাশ সৌরভ বড়ুয়া 

রাঙামাটিঃ 

রোকসানা রুমি,  মাহফুজুর ইবনে হোসাইন, মাটিনা চাকমা 

হবিগঞ্জঃ 

পংকজ কান্তি দাস, পন্কজ রায়,  রাজন নন্দি

মৌলভীবাজারঃ তাহমিনা আক্তার 

সুনামগঞ্জঃ

মোঃ জুয়েল আহমেদ, শ্রাবণ সরকার, শাহ বেলাল আহমেদ,  হাদিদ মাসুদ, ফারজানা রুজি 

সিলেটঃ নজরুল ইসলাম

উপরোক্ত সহযোদ্ধাদের আন্তরিক প্রচেষ্টায় মতের মিলের সকল সহযোদ্ধাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। 

বিশেষ করে আমার ঢাকা ডেমরা প্রিয়  মু. মাসুদুর রহমান, রেহানা আফরোজ, কামরুন নাহার, ফাতেমা আপাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় থানার সকল শিক্ষকদের মধ্যে একটি জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছিলাম মহান আল্লাহর অশেষ কৃপায়।


গত  তারিখ সহকারী শিক্ষক  ১০ম গ্রেডের অগ্রসৈনিক মরহুম উম্মে হালিমা পানসী আপা ফরিদপুর দুনিয়া থেকে  চির বিদায় নেন খবর পেয়ে তার জানাযায়  অংশ নিতে ফরিদপুর গমন করি পরবর্তীতে তার প্রতি কৃতজ্ঞতা এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড সমন্বয় পরিষদের অগ্রসৈনিক প্রত্যেকের নিজস্ব খরচে জহুরুল ইসলাম জয়পুরহাট, জাকির হোসেন ময়মনসিংহ, জাকির হোসেন ফেনী, জামাল উদ্দিন ফেনী, আলী হোসেন ঢাকা, ফরিদা আজিজ স্বর্ণা ঢাকা,  মাসুদুর রহমান ঢাকা, স্বাধীন সোহেল নাটোর স্বাধীন সোহেল , আনোয়ার উল্লাহ ঢাকা থেকে   গমন করি। 

আসলে আমি ১০ম গ্রেড পাগল একজন শিক্ষক যে পরিবার, ছেলে  মেয়েদের অনেকটা দূরে রেখে কাজ করে যাচ্ছি। 

আলহামদুলিল্লাহ, উপরোল্লিখিত সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি জানি না কতটা স্বার্থক হয়েছি তবে আশা রাখি শিক্ষকদের কল্যাণে যেন খানিকটা হলেও সময়, শ্রম দিতে পারি আল্লাহ যেন তাওফিক দেন।

পরিশেষে, সুদীর্ঘ লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী( লিখেছেন মোহাম্মদ আনোয়ারউল্লাহ স্যার)

সর্ব প্রথম সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবী আদায়ে কার্যক্রমগুলো সর্ব প্রথম সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবী আদায়ে কার্যক্রমগুলো Reviewed by Mad Max on ৬:৩০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.