২০২৩ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার( ১ম ধাপ) আসা

২০২৩ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ    পরীক্ষার( ১ম ধাপ) আসা 

                বাংলা প্রশ্নের নির্ভুল সমাধান


০১.শব্দের  ক্ষুদ্রতম অংশকে বলা হয়— ধ্বনি

০২.'চাঁদমুখ' এর ব্যাসবাক্য নিচের কোনটি? --চাঁদ রুপ মুখ

০৩.চর্যাপদ কোন ছন্দে লেখা? --মাত্রাবৃত্ত

০৪.সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? --শেখ আজিজুর রহমান 

০৫.'কাক নিদ্রা 'শব্দটির অর্থ --অগভীর সতর্ক নিদ্রা 

০৬. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা --বসন্ত 

০৭.'নেকড়ে অরণ্য'  উপন্যাসের রচয়িতা--শওকত ওসমান 

০৮.'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন ' - এক কথায় বলে --গোধূলি 

০৯.জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। -চরণটিতে 'জেলে 'কোন কারকে কোন বিভক্তি? --কর্তৃকারকে প্রথমা 

১০.কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? --কারক 

১১.নিচের কোন বানানটি শুদ্ধ? --নিশীথিনী 

১২.'আসাদের শার্ট ' কবিতার লেখক কে? --শামসুর রাহমান 

১৩.'অর্বাচীন 'শব্দের বিপরীত শব্দটি --প্রাচীন 

১৪.'নন্দিনী'এর নিচের প্রতিশব্দ কোনটি? --তনয়া

১৫.সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান 

কোন জেলায়? --কুষ্টিয়া

১৬.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?--বন্দী শিবির থেকে 

১৭.কোনটি মৌলিক শব্দ --গোলাপ 

১৮.'বাগাড়ম্বর 'শব্দের সন্ধিবিচ্ছেদ--বাক্ +আড়ম্বর

১৯.সবকটা জানালা খুলে দাও না- গানটির  গীতিকার কে? --নজরুল ইসলাম বাবু 

২০.'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি? --কেনাবেচা 

২১.'মাটির ময়না 'চলচ্চিত্রের নির্মাতা কে?--তারেক মাসুদ

২২.  বাগযন্ত্রের অংশ কোনটি? --সবকটি

[ব্যাখ্যা: স্বরযন্ত্র,ফুসফুস ও দাঁত সবকটিই বাকযন্ত্রের অংশ]

২০২৩ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার( ১ম ধাপ) আসা ২০২৩ অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ    পরীক্ষার( ১ম ধাপ) আসা Reviewed by Mad Max on ৬:২৬ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.