বই কিনতে এই জাদুর শহর ঢাকার কোথায় কোথায় যাবেন?

লিখেছেনঃ সুমীত শুভ্র

১। নীলক্ষেতঃ আর বলে দিতে হবে? বইপ্রেমীদের স্বর্গ অথবা রাজধানী বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের নীলক্ষেত।
২। নিউমার্কেট
নিউমার্কেট এর ১ এবং ২ নম্বর গেট সংলগ্ন পত্রিকা স্টলগুলোয় দেশী বিদেশী বিভিন্ন পত্রিকা পাবেন। আর নিউমর্কেটের ভেতরের বইয়ের দোকানগুলোয় নীলক্ষেতের মতই বিভিন্ন বিষয়ের ওপর বই পাওয়া যায়। তবে তফাত হল এখানে বিদেশ থেকে আমদানী করা মূল বই বিক্রি হয়। যারা বিদেশী বইয়ের দেশীয় সংস্করণের ছাপায় সন্তুষ্ট নন তারা আসেন এখানে। আবার সব বইয়ের দেশীয় সরস্করণও থাকে না। কাজেই এসব ক্ষেত্রে নিউমার্কেটই ভরসা।
৩। আজিজ সুপার মার্কেট:
ঢাকায় বই কেনার আরেকটি জায়গা হল শাহবাগের আজিজ সুপার মার্কেট। দিন দিন পাঠকের সংখ্যা কমতে থাকায় এখানে বইয়ের দোকানের সংখ্যাও কমছে। এখানকার বইয়ের দোকানগুলোর মধ্যে পাঠশালা, পাঠক সমাবেশ, সন্দেশ, প্রথমা ইত্যাদির নাম উল্লেখযোগ্য।
৪। পাঠক সমাবেশ
শাহবাগে জাদুঘরের সাথেই লাগোয়া পাঠক সমাবেশ। যেখানে পাবেন দেশি ও বিদেশী আসল বই।
৫। বাংলাবাজার
ঢাকার পুরাতনতম বইয়ের দোকানগুলো বাংলাবাজারে। এখানে বাংলাদেশের প্রধান প্রকাশনা সংস্থাগুলোর প্রায় সবার বিক্রয় কেন্দ্র আছে। প্রকাশনা সংস্থা ছাড়াও সাধারণ বইয়ের দোকান আছে। ফুটপাথ আর রাস্তার পাশের স্টলে পুরনো বইও বিক্রি হয়। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্য বই কেনার জন্য মার্কেটটিকে খুব একটা উপযুক্ত বলা যায় না।
৬। স্টেডিয়াম মার্কেট
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় রয়েছে অনুপম জ্ঞান ভান্ডার। এটি মূলত আইন এবং ইলেকট্রনিকস সংক্রান্ত বইয়ের দোকান। এখানে সৌখিন ইলেকট্রনিকস এর ওপর লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। বাংলাদেশের লেখকদের বই পাওয়া গেলেও মূলত বাংলা এবং ইংরেজীতে লেখা ভারতীয় লেখকদের বিভিন্ন বই পাওয়া যায়। এসব বইয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতির মেরামতি ছাড়াও বিভিন্ন সৌখিন প্রোজেক্ট তৈরি নিয়ে আলোচনা থাকে।
৭। মিরপুর ১০ গোলচত্ত্বর (ফায়ার সার্ভিসের পাশে)
এখানে সব পুরনো বইয়ের আঁখরা। অনেক দোকান আছে এখানে।
৮। অন্যান্য
ঢাকার অন্যান্য বইয়ের প্রাপ্তিস্থানের মধ্যে আছে শান্তিনগরের পিবিএস এবং বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র। বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বই পাওয়া যায়। আবার বাংলা একাডেমীতে রয়েছে বাংলা একাডেমী বিক্রয় কেন্দ্র, যেটি একুশে বই মেলা ছাড়াও সারা বছর খোলা থাকে। এখানে বাংলা একাডেমী থেকে প্রকাশিত বই পাওয়া যায়। তেমনি রয়েছে এশিয়াটিক সোসাইটি বিক্রয় কেন্দ্র। আবার কিছু বিশেষ জায়গা আছে যেখানে প্রাসঙ্গিক বই পাওয়া যায়। যেমন শেয়ার মার্কেট এলাকায় শেয়ার মার্কেট সংক্রান্ত বই পাওয়া যায়, সুপ্রীম কোর্ট বার ফটকে আইন বই, সংবিধান ইত্যাদি পাওয়া যায়, কাকরাইলের স্বাউট ভবনে স্কাউটিং সংক্রান্ত বিভিন্ন বই পাওয়া যায়, শান্তিনগরের গ্রীণ হোমিও হলে হোমিওপ্যাথিক শাস্ত্রের ওপর লেখা বিভিন্ন বই পাওয়া যায়। আবার পল্টন ওভার ব্রীজ সংলগ্ন এলাকার ফুটপাথে পুরনো বইয়ের বেশ কয়েকটি দোকান আছে।
বই কিনতে এই জাদুর শহর ঢাকার কোথায় কোথায় যাবেন? বই কিনতে এই জাদুর শহর ঢাকার কোথায় কোথায় যাবেন? Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১০:৪৬ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.