বুক রিভিইউ: এ কেমন প্রতিশোধ

"কি আশ্চর্য একটা দৃশ্য! দেখা যাচ্ছে সুন্দরী অপরূপাকে যতই দুর্বল বলে মনে হোক তিনিও ফণা তুলতে পারেন। ত্বকের নীচে মেয়েরা আসলে সবাই সমান।"
"এ কেমন প্রতিশোধ" বইয়ের ফ্ল্যাপে লেখা একথাটুকুর মানে আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে তা হয়ত নয়; কেবল বইটা পড়লেই বুঝতে পারবেন আসল মর্মার্থ।
আকস্মিকভাবে মারা গেলেন কমোডর তসলিম কোবিদ। খবরে বলা হল গ্যাসট্রাইটিসের মারাত্মক আক্রমণে মৃত্যু হয়েছে তার। অভিজাত রাজপরিবারের বিখ্যাত এই ব্যক্তির মৃত্যুতে অল্প সময়ের ব্যবধানে স্তম্ভিত ও দুঃখিত জনগনের ঢল নামল বাড়ির সামনে।
অন্যদিকে সিআইডি চিফ আন্দেশা কাফির কাছে এসে পৌছুল একটি সাদাসিধে এনভেলাপ।
হাতে আঁকা হরফে অলঙ্কৃত একটি বাক্য:
#কমোডর_তসলিমকে_বিষ_খাওয়ানো_হয়েছে
গোয়েন্দা ডা: কান্তিক ছুটে গেলেন রাজকীয় বাড়িতে। লোকচক্ষুর আড়ালে অতি গোপনে নিজ ঘরেই,ময়নাতদন্ত সম্পন্ন হল। ফলাফলে দেখা গেল, শক্তিশালী অ্যাকনাইট বিষের প্রয়োগে নির্মমভাবে মারা গেছেন তসলিম কোবিদ!
কার এবং কোন প্রতিশোধের শিকার হলেন জ্ঞান গরিমায় শ্রেষ্ঠ এ কোবিদ?
সন্দেহের তালিকা বেশ লম্বা- স্ত্রী, সেক্রেটারী, ছেলে, জীবনী লেখিকা, পারিবারিক ডাক্তার, প্রধান চাকর, নেপালের রাজকুমারী....আরো অনেকেই অভিযুক্ত। সবারই জোর মোটিভ আছে খুনের। তবে সব সাক্ষ্য প্রমাণ একসাথে অঙ্গুলিনির্দেশ করছে ছেলে সলিম কোবিদের দিকে! প্রকান্ডদেহী প্রানবন্ত ও সুদর্শন কালো চোখের যুবকই কি বাবার হত্যাকারী?
নাকি অঢেল রুপ-সৌন্দর্যের সাক্ষাত সব দেবী ললিতান বা শিলা শরনি বা গঙ্গোত্রী কিংবা স্ত্রী জারিনা এদেরই কেউ দেবীতুল্য খোলসের ভিতর লুকিয়ে রেখেছেন ছোট কোন আত্মা?
জানতে পারবেন বইটার শেষ পৃষ্ঠাবধি পড়ার পর, তার আগে নয়।
শেখ আব্দুল হাকিমের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশা লেখালেখি। অসংখ্য এসপিওনাজ থ্রিলার লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন সেবা প্রকাশনীতে লেখালেখিতে। বহুবছর রহস্যপত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।
কেনার সময় বা টেবিলের উপর অবহেলায় ফেলে রাখার সময় প্রচ্ছদটা চোখেই পড়ে নি। বইয়ের ছবি তুলতে গিয়ে নজরে পড়ল প্রচ্ছদশিল্পীর কেরামতি। ফ্লাশের আলো পড়তেই ঝিক করে উঠল অন্ধকারে লুকিয়ে থাকা নীল চোখ। অসাধারণ নৈপুন্যের পরিচয় দিয়েছেন শিল্পী ধ্রুব এষ।
লেখকের লেখা প্রথম পড়া বই। নিতান্তই বইয়ের নামটা কিছুটা আগ্রহ সৃষ্টি করায় কেনা হয়েছিল। পড়তে শুরু করেছিলাম চরম অবহেলায়। যেন দয়া করে পড়ছি। তারপর ভিতরে প্রবেশ করে কখন যে দম আটকে গেছে বলতে পারব না। পুরোটা সময় দম আটকে ছিল গলার কাছে। শেষ না করে আর স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারি নি! রহস্যের মারপ্যাঁচে মাথা খারাপ করে দেবার মত বই। যারা রহস্য ভালবাসেন তাদের জন্য অতি উপাদেয় একটি গোয়েন্দা উপন্যাস।
বইয়ের নাম: এ কেমন প্রতিশোধ
লেখক: শেখ আব্দুল হাকিম
প্রকাশনী: অনন্যা
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০১৪
মুদ্রিত মূল্য: ১৪০/-
পৃষ্ঠা: ১০৪
বুক রিভিইউ: এ কেমন প্রতিশোধ বুক রিভিইউ: এ কেমন প্রতিশোধ Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১০:৩৩ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.