সাধারণ জ্ঞান - ৬

 

১৬,জুলাই,২০২৩ সাম্প্রতিক আপডেট ☑️

প্রাইমারি ও ৪৬ বি সি এস জন্য গুরুত্বপূর্ণ

পত্রিকা থেকে সংগৃহীত

প্রস্ততকারক: মাকছিদুল হাসান পরশ

তারিখ: ১৬/০৭/২০২৩

==================================

ইসরো (ISRO)' কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? → ভারত 


এটি এসিএমএস' (আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? → যুক্তরাষ্ট্র। 


'এলিজি প্রাসাদ' কোন দেশের রাষ্ট্রপ্রধানের বাসস্থান? → ফ্রান্স


'জিএনএইচ' (গ্রস ন্যাশনাল হ্যাপিনেস) নামে অর্থনীতি কোন দেশের? → ভুটান ।


'মানসী' কার লেখা কাব্য? - রবীন্দ্রনাথ ঠাকুর


রৌহা বিল' ও 'কেউটা বিল' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? → শেরপুর


২০২২-২৩ অর্থবছরে কত হেকুর জমিতে পাটের আবাদ হয়েছে? → ১ হাজার ৭৩৪ হেক্টর। 


২০২২-২৩ অর্থবছরে দেশে প্রবাসী আয়ে শীর্ষ জেলা কোনটি? ঢাকা (সর্বনিম্ন- বান্দরবান)। 


২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে কোন জেলার প্রবাসীদের মাধ্যমে? ঢাকা জেলা (৬৯৭ কোটি ডলার)।


UNB' কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? - বাংলাদেশ 


অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন কে? →মিশেল বুলক ।


অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ১৯৬০ সালে ।


অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম বারের মতো নারী গর্ভনর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? → মিশেল বুলক।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে? → শাহরিয়ার নাফিস


ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল) প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৯৪ সালে । 


এ পর্যন্ত কতটি দেশ চন্দ্রপৃষ্ঠে নামতে সফল হয়েছে? → ৩টি (যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন )


এ পর্যন্ত সফলভাবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে কতটি দেশ? → তিনটি দেশ (রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন)।


এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর নতুন মহাসচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কে? → গোলাম সারওয়ার (তৃতীয় বাংলাদেশি)।


কত তারিখে ফ্রান্সের 'জাতীয় দিবস' পালন করা হয়? → ১৪ জুলাই।


খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সংখ্যা কতটি? ৫টি।


 টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) কত সালে গঠিত হয়?২০১২ সালে ।


দেশের সবচেয়ে বড় কয়লাখনি কোথায় অবস্থিত? → জয়পুরহাটের জামালগঞ্জে


দেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙামাটি


পণ্য সম্পর্কে প্রাথমিক তথ্য অনুসন্ধানের দিক থেকে ১ম অবস্থানে কোন প্রতিষ্ঠান রয়েছে? → গুগল (দ্বিতীয় অবস্থানে অ্যামাজন)।


 বাংলাদেশে প্রথম বায়োগ্যাস প্ল্যান্ট চালু হয়েছিল কত সালে? → ১৯৭২ সালে । 


বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয় কবে? = ১৫ জুলাই ।


ভুটানের আইনসভার নাম কী? → পার্লামেন্ট অব ভুটান । 


মার্কিন সামরিক বাহিনীর এটিএসি এমএস ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম কী? কেএন-২৪।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রার রেকর্ডে ১৭৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? → জুন মাস (১৬.৫৫° সেলসিয়াস)। 


রাশিয়ার ভাড়াটে বাহিনী 'ওয়াগনার গ্রুপ' বিদ্রোহের ঘোষণা দেয় কবে? ২৪ জুন, ২০২৩।


সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসে ৫০তম হ্যাট্রিক করেন কে? → করিম জানাত।


সম্প্রতি ইলন মাস্কের 'এআই' নির্ভর নতুন কোম্পানির নাম কী? এক্সএআই (হেড অফিস- সানফ্রান্সিসকোর বে এলাকায়)।


সম্প্রতি বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারির নাম কী? → উজরা জেয়া


👉 পড়ে যদি আপনার সামান্য উপকার হয় তাহলে অবশ্যই Done লিখ উৎসাহিত করবেন, নিয়মিত আপডেট গুলো পেতে  পেজের সাথেই থাকুন

সাধারণ জ্ঞান - ৬ সাধারণ জ্ঞান - ৬ Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor on ১০:১৯ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.