Bcs প্রস্তুতি: গ্যাস ও জ্বালানি

 ✅ গ্যাস ও জ্বালানিঃ



১. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

> হাইড্রোজেন

২. সবচেয়ে ভারী গ্যাস কোনটি?

> রেডন

৩. নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি?

> ৬ টি; যথা - হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন

৪. কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়?

> হিলিয়াম

৫. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটি তেজস্ক্রিয়?

> রেডন

৬. টিউব লাইটের ভেতর কোন গ্যাস ব্যবহার করা হয়?

> আর্গন ও নিয়ন

৭. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস ব্যবহার করা হয়?

> নাইট্রোজেন

৮. বেলুন ও উড়োজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?

> হিলিয়াম গ্যাস 

৯. ডুবুরিরা পানিতে ভাসার জন্য কোন গ্যাস ব্যবহার করে?

> হিলিয়াম গ্যাস

১০. পারমানবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

> হাইড্রোজেন

১১. সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তার প্রধান উপাদান কি? 

> বিউটেন

১২. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?

> নাইট্রোজেন

১৩. বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়র বোতলে কোন গ্যাস থাকে?

> কার্বন-ডাই-অক্সাইড

১৪. পচা ডিম থেকে কোন গ্যাস বের হয়?

> হাইড্রোজেন সালফাইড

১৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?

> মিথেন

১৬. প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত শতাংশ?

> ৮০% - ৯০% 

১৭. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

> ৯৫% - ৯৯%

১৮. আমাদের দেশে ইউরিয়া সার তৈরীর প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?

> প্রাকৃতিক গ্যাস

১৯. ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে?

> ৪৬%

২০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

> ইউরিয়া

২১. ইউরিয়া সারের প্রধান উপাদান কি?

> নাইট্রোজেন গ্যাস 

২২. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কি?

> পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপ

২৩. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?

> রাসায়নিক শক্তি

২৪. CNG - এর পূর্ণরূপ কি?

> Compressed Natural Gas

২৫. LNG - এর পূর্ণরূপ কি?

> Liquefied Natural Gas 

২৬. সিএনজিতে কোন গ্যাস কমপ্রেস করা হয়?

> মিথেন

২৭. বাসা বাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি সেটা কোন কোন গ্যাসের মিশ্রণ?

> মিথেনের সাথে বিউটেন ও প্রোপেনের মিশ্রণ

২৮. মোমকে পুড়লে কোন গ্যাস উৎপন্ন হয়?

> কার্বন-ডাই-অক্সাইড

২৯. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস?

> CFC ( ক্লোরোফ্লোরো কার্বন)


collected

Bcs প্রস্তুতি: গ্যাস ও জ্বালানি Bcs প্রস্তুতি: গ্যাস ও জ্বালানি Reviewed by Mad Max on ৬:৩৮ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Good books

Blogger দ্বারা পরিচালিত.