নামঃ #প্রাজ্ঞ (গদ্য কবিতা)
লেখকঃ সজল আহমেদ
পৃষ্ঠাঃ ১৩
লেখাঃ মাইশা মালিহা
আমাকে প্রায় হপ্তা খানেক আগে কবি মুজিব শাহাদৎ অনুরোধ করলো, আমি যেন তাঁর বন্ধুর "প্রাজ্ঞ''র একটা রিভিউ লিখে দিই। হাতে সময় ছিলো না হেতুতে একটু দেরী করেই লিখতে বোসলাম। তাছাড়া এই লেখাটা উনি সম্পূর্ণ লিখেননি। কেন লিখেননি সেই কারণ হিসাবে দেখিয়েছেন "যেহেতু অন্যকে ফলো করা হচ্ছে এতে তাঁর মেধা মননের ক্ষতি হচ্ছে!'' এই আজগুবি দর্শন তাঁর জন্ম নিয়েছে কেন বুঝলমনা! লেখাটা সম্পন্ন করলে এর বিশাল একটা রিভিউ লেখা যেত নিঃসন্দেহে। যেহেতু লেখাটা অসম্পন্ন সেহেতু ছোট পরিসরেই লিখলাম।
গদ্য কবিতাটি মূলত কাহলিল জিবরান এর "দি প্রফেট'' কে ফলো করে লেখা হয়েছে। প্রাজ্ঞ বা সাধু বা মহামানব কে তিনি বাঙালী রূপ দিয়েছেন। তাই লেখাটার শুরু এভাবে হয়েছে
"তাঁর গলায় একটা শাপলার মালা ছিলো আর পরনে গেঁড়ুয়া পাঞ্জাবী সাদা লুঙ্গী আর হাতে তজবীর দানা।''
আপনি যখন বইটি পড়া শুরু করবেন তখন মনে হবে আপনি যেন সত্যিই কোন সাধুর মুখ- নিঃসৃত বাণী শুনছেন। আর কাব্যরস যেন ঠিকরে পরছে প্রত্যেকটা লাইনে লাইনে,
(১
"হাসিমুখে তিনি চায়ের কাপ নিলেন এবং বললেন শুকরিয়া সুহৃৎ!
তখন চায়ের কাপ থেকে বাষ্প উড়ে যাচ্ছিলো মেঘেদের রাজ্যে। এই বাষ্প একদিন অবেলায় বৃষ্টি হয়ে নামবে পানিচক্রের নিয়মে।
আর বৃষ্টি থেকে জন্মাবে যে ফসল তা পরিচিতি পাবে সোনার ফসলে।''
এই লাইনগুলো পড়ে মনে হচ্ছিলো যেন আমি অন্যকোথাও হারিয়ে যাচ্ছি।
তিনি বাঙ্গালীদের আবেগ, মৃত্যু, লাশ ইত্যাদি বিষয়ের অনুভূতি ঠিক ধরতে পেরেছেন। এবং বাণীগুলো শুনলে মনে হবে আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে। উল্লেখযোগ্য কিছু বাণী হোলোঃ
(২)
"মনে রাখিয়ো, মানুষ ছাড়া অন্যকেউ প্রশ্ন করিতে পারেনা তাই তাহারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব নহে।(৩)
তুমি কী?
কিভাবে আসিলে?
কেন আসিলে?
তোমার দ্বার কী সম্ভব? এসকল প্রশ্ন করা আর ইহার সমাধান খুঁজিতে যাওয়াই তোমার শ্রেষ্ঠত্ব।''
"মনে রাখিও, যে ব্যক্তি খুন হন তাহার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকে। ''(৪)
"আবেগ হইলো একখানা তাজা খুন। ইল্যুসন হলো একখানা পচা শামুক। যাহাতে কাটলে হৃদয়, অনুভূতি পচিয়া যায়!''(৫)
"বিশালতা হইতেছে যাহা অসীম নহে আবার সংকীর্ণ ও নহে। বিশালতার নির্দিষ্টতা রহিয়াছে।সমালোচনাঃ বাণী লিখতে গিয়ে উনি প্রাজ্ঞ'র মুখ থেকে কিছু আজগুবি কথা বের করেছেন যা বড্ড বেমানান লেগেছে! প্রাজ্ঞ কে মাঝে মাঝে মনে হয়েছে তিনি বিদেশী আবার কখনো কখনো দেশী!
আর এর নির্দিষ্টতা পরিমাপ করে তোমার দুচোখ।''
সর্বশেষঃ
লেখাটিতে ভুল আর শুদ্ধ নিয়েই লেখাটা বেশ প্রশংসার হয়েছে। আরো প্রশংসা পাক দোআ রইলো।
বইটি পড়ুনঃ http://www.mediafire.com/file/kc639mhhacbs6k1/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E+(1).pdf
বুক রিভিইউঃ প্রাজ্ঞ
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
১১:৫৪ PM
Rating:
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
১১:৫৪ PM
Rating:

কোন মন্তব্য নেই:
Good books