ছবিঃ সজল আহমেদ |
লিখেছেন সজল আহমেদ
মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১
লেখকঃ পিনাকী ভট্টাচার্য
মূল্যঃ ১৫৬/=
বইটা আজ হাতে পেলাম। এখনো নেড়েচেড়ে দেখা হয়নি। তবে পিনাকী ভট্টাচার্যের এই বই যে মানের দিক দিয়ে উচ্চ পর্যায়ের সে বিষয়ে কোন সন্দেহ নেই। পিনাকী মানেই নতুন কিছু, এটা পাঠক মাত্রই জানেন। এ বইয়ের "মূল বিষয়'' নিয়ে পিনাকী ভট্টাচার্যের ২০টা নোট আমার সংগ্রহে আছে। উনি ফেসবুকে এই ২০ টা নোট পোস্ট করেছিলেন। হয়তোবা তখনো বইটি ছাপানোর ইচ্ছা ওনার মগজে ছিলো না । বইটি ছাপা হওয়ার আগেই বিতর্ক তৈরী করেছে। সরকার ঘরনার এক ডাক্তার পিনাকী ভট্টাচার্যকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন! এই বই বিষয়ে নিজে কিছু না বলে সরাসরি রকমারিতে উদ্বৃত লেখাটুকুই হাজির করলাম।
"মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা ডমিন্যান্ট বয়ান আছে আমাদের দেশে। এই বয়ান মূলত স্যেকুলারপন্থীদের তৈরি করা। সেখানে বলা হয়ে থাকে, আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল পক্ষে। আমাদের মুক্তিযুদ্ধ ঠেকানোর জন্য আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই বয়ান তৈরি করেছে ঠাণ্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন। আর মূলত বাংলাদেশের রুশপন্থী বামেরা এই বয়ান প্রচার করেছে। কেউ তাদের এই হেজিমনিক বয়ানকে কখনো চ্যালেইঞ্জ করেনি। আমেরিকান ডকুমেন্টগুলো অনলাইনে রিলিজ হওয়ার পরে আমরা নিখুঁতভাবে জানতে পারছি আমেরিকা আসলে কী চেয়েছিল, কেন চেয়েছিল।
বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, নিক্সন প্রশাসন এটা জানত। এটা নিয়ে নিক্সন প্রশাসনের কোনো সন্দেহ ছিল না, বহু আগে থেকেই। আর এটা এতই অনিবার্য ছিল যে, সেটাকে ঠেকানোর উদ্যোগ নেয়ার কোনো চেষ্টাও করেনি আমেরিকা। কিন্তু তাদের উদ্বেগের জায়গা ছিল ভিন্ন। সেটা হলো, পাকিস্তানের অংশে থাকা কাশ্মীর। যেন এই সুযোগে, ডিসেম্বরের যুদ্ধের শেষবেলায় ভারতীয় সব সৈন্য পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে পাকিস্তান থেকে কাশ্মীর ছিনিয়ে নিয়ে না যায়। সেটা ঠেকানোই ছিল আমেরিকানদের উদ্বেগের বিষয়।
প্রপাগাণ্ডায় আমরা শুনেছিলাম, বাংলাদেশের স্বাধীন হওয়া ঠেকাতে নাকি আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এইটাও ডাহা মিথ্যা কথা। খোদ নিক্সন প্রশাসন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে নানা ক্ষেত্রে সহায়তা দিয়েছিল।
আমেরিকা ঠিক সেইসময়ে পাকিস্তানের মাধ্যমে চীনের বাজারে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছিল। পাকিস্তান ছিল এই গড়ে ওঠা নতুন সম্পর্কের মধ্যস্থতাকারী। তাই আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে ডিল করার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা নিতেই হয়েছিল।
মুক্তিযুদ্ধ নিয়ে বিপুল আয়তনের মার্কিন ডকুমেন্টের কিছু নির্বাচিত ডকুমেন্ট নিয়েই এখানে আলোচনা হয়েছে, সবগুলো নিয়ে নয়। এই আলোচনায় মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা বা কূটনীতি নিয়ে যে-সব বয়ান চালু ছিল বা আছে তার সাথে আমেরিকান ডকুমেন্ট মিলিয়ে যেন পাঠক পড়তে পারেন। এবং এই দৃষ্টিকোণ থেকে আবারো মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা মূল্যায়ন করতে পারেন সেই উদ্দেশ্য সামনে রেখেই ডকুমেন্টগুলো নির্বাচন করা হয়েছে। এই সিরিজটি মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা সম্পর্কে আমাদের জানা-বোঝার জায়গাগুলো আরো পরিচ্ছন্ন করতে পারবে বলে আমাদের আশাবাদ।''
বইটি মানুষ পড়ুক। সত্যকে জানুক। এরচে বেশি কিছু বলতে পারছি না।
বইটি সরাসরি রকমারি থেকে অর্ডার করুনঃ
বুক রিভিইউ: মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
৯:২৫ AM
Rating:
কোন মন্তব্য নেই:
Good books