লিখেছেনঃ Sajal Ahmed
রায়হান রশিদ ভাইয়ের কথামতো আমার পঠিত কিছু শ্রেষ্ঠ বইয়ের লিস্ট দিচ্ছি।বইগুলো বুদ্ধিবৃত্তির বিন্যাসে সাহায্য করবে।
আমার পঠিত শ্রেষ্ঠ বইগুলোঃ
- ১)সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস-আহমদ ছফা
- ২)বজ্রকলম-গোলাম আহমদ মোর্তজা
- ৩)ইতিহাসের ইতিহাস-গোলাম আহমদ মোর্তজা
- ৪)সেইসব দার্শনিক-সরদার ফজলুল করীম
- ৫)বাঙালী মুসলমানের মন-ছফা
- ৬)শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ-আহমদ ছফা
- ৭)তানিয়া-পি.লিডভ(অনুবাদআহমদ ছফা)
- ৮)জাগ্রত বাংলাদেশ-আহমদ ছফা
- ৯)সংশয়ী রচনা-বারর্ট্রার্ন্ড রাসেল(অনুবাদ আহমদ ছফা)
- ১০)অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী-আহমদ ছফা
- ১১)পাওয়ার সিস্টেম-নওম চমস্কি
- ১২)একজন আলি কেনানের উত্থান পতন-আহমদ ছফা
- ১৩)সাম্রাজ্যবাদ-ফরহাদ মজহার
- ১৪)পলিটিকস-প্লেটো
- ১৫)সিপাহি যুদ্ধের ইতিহাস-আহমদ ছফা
- ১৬)সম্মতি উৎপাদন : গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি-নোয়াম চমস্কি
- ১৭)ক্যাপিটাল-মার্কস(২ খন্ড পড়েছি)
- ১৮)ইন্টারভেশন-নওম চমস্কি
- ১৯)গণমাধ্যমের চরিত্র-নওম চমস্কি
- ২০)সাম্রাজ্যিক বাসনা/মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (মুখোমুখি নওম চমস্কি এবং মিশেল ফুকো)
- ২১)কাভারিং ইসলাম-এডওয়ার্ড সাঈদ
- ২২)পূর্ব পশ্চিম-সুনীল গঙ্গোপাধ্যায়
- ২৩)এবাদতনামা(কবিতার বই)-ফরহাদ মজহার
- ২৪)আহমদ ছফার কবিতা সমগ্র(কবিতার বই)+ফাউস্ট(অনুবাদ)
- ২৫)রিপ্রেজেন্টেশনস্ অব দ্য ইন্টেলেকচুয়াল-সাঈদ
- ২৬)ইকোনমিক্স এন্ড ফিলোজফিক ম্যানুস্ক্রিপ্টস: ১৮৪৪-মার্কস
- ২৭)জর্মান ভাবাদর্শ-কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস
- ২৮)প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ-মার্কস ও এঙ্গেলস
- ২৯মোকাবিলা-ফরহাদ মজহার
- ৩০)সংবিধান ও গণতন্ত্র-মজহার
- ৩১)প্রস্তাব-মজহার
- ৩২)ক্ষমতার বিকার-মজহার
- ৩৩)বাঙালী ও বাঙলা সাহিত্য -আহমেদ শরীফ
- ৩৪)বাঙলার সূফী সাহিত্য-আহমেদ শরীফ
- ৩৫)জাতীয়তা গণতন্ত্র ও রাজনীতি-আঃ শরীফ
- ৩৬)মধ্যযুগের কবি ও কাব্য গ্রন্থ-আঃ শরীফ
- ৩৭)ডেল কার্নেগী রচনা সমগ্র
- ৩৮)ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ-অধ্যাপক আব্দুর রাজ্জাক এর আলাপচারিতা-সরদার ফজলুল করীম
- ৩৯)এরিস্টোটল -এর পলিটিক্স-সঃ ফজলুল করীম
- ৪০)বিবর্তনবাদ-হারুন ইয়াহিয়া
- ৪১)দি বাইবেল কোরআন এন্ড সাইন্স-মরিস বুকাইলি
- ৪২)দ্য প্রফেট - কোহলিল জিব্রান
- ৪৩)সোফিজ ওয়ার্ল্ড -ইয়োস্তেন গার্ডার
- ৪৪)আ হিস্ট্রি অফ গড - ক্যারেন আর্মস্ট্রং
- ৪৫)স্রষ্টার জন্য লড়াই মৌলবাদের ইতিহাস ক্যারেন আর্মস্ট্রং
- ৪৬)মুহাম্মদ-ক্যারেন আর্মস্ট্রং
- ৪৭)কাঙাল হরিনাথ: গ্রামীণ মনীষার প্রতিকৃতি-আবুল আহসান চৌধুরী
- ৪৯)ইহুদি প্রশ্নে-মার্কস
- ৫০)ভারততত্ত্ব-আল বিরুনি
- ৫১)সে যুগে মায়েরা বড়ো-দেবীপ্রসাদ
- ৫২)প্রকৃতির দান্দ্বিকতা-এঙ্গেলস
- ৫৪)বাংলাদেশের আদীবাসি ও উপজাতী-এবনে গোলাম সামাদ
- ৫৫)পদ্মানদীর মাঝি
- ৫৬)হাজার বছর ধরে
- ৫৭)আত্মঘাতী রবীন্দ্রনাথ -নীরদ সি চৌধুরী
- ৫৮)বিষের বাঁশী-কাজী নজরুল
- ৫৯)কলীক ভাবনা-আহমেদ শরীফ
- ৬০)লালশালু-সৈয়দ ওয়ালী উল্লাহ(তাঁর কিছু প্রবন্তও ভালো লেগেছিলো)
কিছুকথাঃ
সাহিত্যের শ্রেষ্ঠ তালিকা তৈরী করা অসম্ভব।
এই বইগুলো আমার পড়া বইগুলোর মধ্যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বলে বিবেচ্য।অনেক গল্প উপন্যাস পড়েছি কিন্তু সেগুলো থেকে আদৌ কিছু শিখতে পারিনি এবং এই লিস্টেও রাখতে পারছিনা।আবার অনেক বইয়ের নাম ও মনে করতে পারছিনা তাই লিস্টে অ্যাড করতে পারছিনা(মনে পরলে অবশ্যই লিস্টে অ্যাড করা হবে)।দুঃখের বিষয় হচ্ছে পুতুল নাচের ইতিকথার এত নাম ডাক শুনেও এখনো আমার ভাগ্যে সেটা কুলোয়নি।তবে শীঘ্রই পড়ব ইনশাল্লাহ!
হুমায়ুন কথাঃ
হুমায়ুন আহমেদ লিস্টে না থাকায় অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। তাদের জানিয়ে রাখছি,হুমায়ুন আহমেদ এর কোন গল্প আমাকে কিছু শেখাতে পারেনি("হুমায়ুনের বই সিগারেটের মত''-আহমদ ছফা)।তাঁর অনেক বই আমি পড়েছি তবে সেগুলোকে এই বইগুলোর সাথে স্থান দিতে পারলাম না।হুমায়ুন আহমেদ নিঃসন্দেহে একজন গুণী লেখক। তাঁকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি।তবে সাহিত্যে একটা এলিটিজমের ব্যাপার আছে("সাহিত্য জগতে এলিটিজম বিষয়টি খুব প্রকট,ঠিক সামন্ত যুগের রাজা প্রজাদের মত'' -আহমদ ছফা)।যারা বই পড়ে আদৌ কিছু শিখতে চাচ্ছেন,তাদেরকে ঐ বইগুলো (আমার করা লিস্টের)আমি পড়তে বলব তাঁরা যেন ভুলেও হুমায়ুনের মিসির আলী,হিমু না ছোঁয়।আর যাঁরা সময় কাটানোর জন্য বই পড়তে চান,তাঁরা হুমায়ুন আহমেদ কিনে শেল্ফ সাজিয়ে রাখেন তাতে সমস্যা নেই।ঐ কিছু টাকা যাবে আরকি!
আরো বেশ কিছু লেখকের বই আমি ইচ্ছে করেই শ্রেষ্ঠ মনে করি না এবং ইচ্ছে করেই লিস্টে রাখিনি।যেমন,জাফর ইকবালের বই কখনো এই লিস্টে আসবে না।মিলন ও তাই।আর দয়াকরে এইসব বিব্রতকর মন্তব্য করবেন না যে "প্যারাডক্সিকাল সাজিদ নেই কেন?'' "কাশেম সাব কি দোষ করলো?'' "তসলিমা নেই কেন?'' "হুমায়ুন আজাদ নেই কেন?'' ইত্যাদি ইত্যাদি।যেহেতু এগুলো আমার পঠিত শ্রেষ্ঠ বইয়ের তালিকা সেহেতু এখানে আমার শ্রেষ্ঠ বই'ই স্থান পাবে।
আর দয়াকরে,যদি পারেন আপনাদের পঠিত কিছু শ্রেষ্ঠ বই আমাকে বাতলে দিবেন।আর টাইপিং মিস্টেক হলে সেটাও।
ধন্যবাদ।
বাংলা ভাষায় শ্রেষ্ঠ ৬০ টি বই
Reviewed by তৌহিদ আজগর - Tawhid Azgor
on
২:১৬ AM
Rating:
কোন মন্তব্য নেই:
Good books